পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ সাহিত্য-সংগ্ৰহ মধ্যাহ্নে খানিকক্ষণ বন্ধ ছিল, কিন্তু মেঘ কটে নাই। যে কোন সমযেই পুনরায় সুরু হইয় ঘাইতে পারে, এমণি যখন আকাশের অবস্থা, মনোরম ভ্রমণের জন্য প্রস্তুত হইয়া আসিয়া তাঙ্গার পিতার ঘরে দেখা দিল। তাণ্ডবাবু মোটারকমের একটা ঘালাপোৰ গাযে দিয়া আরাম-কেদারায় বসিয়াছিলেন, তাহার হাতে একপানী ব্লই । মেয়ে আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, কই বাবা, তুমি এখনও তৈরি হয়ে নাওনি, আজ যে ‘মামাদের এতধারী খাঁর কবর দেখন্তে যুঁ!ধার কথা । কথা ত ছিল মা, কিন্তু আজ আমার সেই কোমরের বাতটা— তা হলে মোটরট ফিরিযে নিয়ে যেতে বলে লি। কাল ন হয় যাওয়া যাবে, কি বল বাবা ? পিতা বাধা দিয়া বলিলেন, না-না, না বেড়ালে তোর আবার মাথ ধরে । তুই না হয় একটু ঘুরে আয় গে ম, আমি ততক্ষণ এই মাসিক পত্রটায় চোখ বুলিবে নিই। গল্পটা লাগচে ভাল । আচ্ছ। চললুম। কিন্তু ফিরতে আমার দেরি হবে না। এসে তোমার কাছে গল্পটা শুনব তা বলে যাচ্ছি, বলিয়াই সে একাকীই বাহির হইস গেল । ঘণ্টা-ধানেকের মধ্যেই মনোরম বাড়ি ফিরিদা পিতার ঘরে ঢুকিঙ্গে ঢুকিতে প্রশ্ন করিল, কেমন গল্প বাবা ? শেষ হ’ল ? কে লিখেচে ? কিন্তু কথা উচ্চারণ করিয়াহ সে চমকিযা দেখিল তাহার পিতা এক নহেন, সমুখে শিবনাথ বসিয় । S BBB BSBB BBBB BBBB BBBS BBBS BBB BBB BBBS মনোরমা উত্তর দিল না, শুধু নমস্কারের পরিবর্তে মাথাটা একটুখানি হেপাইয়া তাহার প্রতি সম্পূর্ণ পিছন ফিরি। দাইন গিভাবে কহিল, গড় শেষ হয়ে গেল বাঘা ? কেমন লাগল ? আগুৰাৰু শুধু বলিলেন, না । কন্ত কহিল, তা হলে আমি নিয়ে ঘাই, পড়ে এখখুনি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। বলিয় সে কাগজপান হাতে করিয়া চলিস গেল। কিন্তু নিজের শয়ন-কক্ষে ত্যাসিয়া সে BB BBB BBB BBS BBB BDDDKS BBBB BB BB BBBS DDDS থানা একবার খুলিয়াও দেখিল না, কোন গল্প, কে লিখিয়াছে কিংবা কেমন লিখিয়াছে। এইভাবে বসির সে যে কি ভাবিতে লাগিল তাহার স্থিরতা নাই ; এইসময়ে চাকরটাকে সম্মুখ দিয়া বইতে দেখিয়া জিজ্ঞাসা করিল, ওরে, বাবার ঘর থেকে লোকটি ঢলে গেছে ? >や