পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দিনগুলোকে শূলের মত বিধবে । ভাবি, সে আর যদি কাউকে ভালবাসত। এ उांब्र कि फूल ! কমল কহিল, ভুল-সংশোধনের দিন তো আর শেষ হয়ে যায়নি কাকাবাবু। কি-রকম ? সে কি আবার কাউকে ভালবাসতে পারে তুমি মনে করে ? অন্ততঃ অসম্ভব তো নয়। আপনার জীবনে যে এমন ঘটতে পারে তাই কি কখনো সম্ভব মনে করেছিলেন ? কিন্তু নীলিমা ? তার মত মেয়ে ? কমল কহিল, তা জানিনে। কিন্তু যাকে পেলে না, পাওয়া যাবে না, তাকেই স্মরণ করে সারাজীবন ব্যর্থ নিরাশায় কটুক এই কি তার জন্য আপনি প্রার্থন করেন। আপ্তবাবুর মুখের দীপ্তি অনেকখানি মলিন হইয়া গেল। বলিলেন, না, প্রার্থনা করিনে। ক্ষণকাল স্তন্ধ থাকিয়া কহিলেন, কিন্তু আমার কথাও তুমি বুঝবে না কমল। আমি যা পারি, তুমি তা পার না। সত্যের মূলগত সংস্কার তোমার এবং আমার জীবনের এক নয়, একান্ত বিভিন্ন । এই জীবনটাকেই যারা মানব-আত্মার চরম প্রাপ্তি বলে জেনেচে তাদের উপেক্ষ করা চলে না, তৃষ্ণার শেষবিন্দু জল এ-জীবনেই তাদের নিঃশেষে পান করে না নিলেই নয় ; কিন্তু আমরা জন্মান্তর মানি, প্রতীক্ষণ করার সময় আমাদের অনন্ত—উপুড় হয়ে গুয়ে থাবার প্রয়োজন হয় না । কমল শান্তকণ্ঠে কহিল, এ-কথা মানি কাকাবাবু। কিন্তু তাই বলে ত আপনার সংস্কারকে যুক্তি বলেও মানতে পারব না। আকাশ-কুমুমের আশায় বিধাতার দোরে হাত পেতে জন্মান্তরকাল প্রতীক্ষা করবারও • আমার ধৈর্য্য থাকবে না। যে-জীবনকে সবার মাঝখানে সহজ-বুদ্ধিতে পাই, এই আমার সত্য, এই আমার মহৎ । ফুলে-ফলে, শোভায়-সম্পদে এই জীবনটাই যেন আমার ভরে ওঠে, পরকালের বৃহত্তর লাভের আশায় ইহলোককে যেন না আমি অবহেলায় অপমান করি। কাকাবাবু, এমনি করেই আপনার আনন্দ থেকে, সোঁতাগ্য থেকে স্বেচ্ছায় বঞ্চিত। ইহকালকে তুচ্ছ করেচেন বলে ইহকালও আপনাদের সমস্ত জগতের কাছে আজ তুচ্ছ করে দিয়েচে । নীলিমাদিদির দেখা পাবো কি না জানিনে, যদি পাই তাকে এই কথাই বলে যাবো । _ f কমল উঠিয়া দাড়াইল। আগুবাবু সহসা জোর করিয়া তাহার হাতটা ধরিয়া ফেলিলেন—যাচ্চে মা ? কিন্তু তুমি যাবে মনে হলেই বুকের ভিতরটা যেন হাহাকার করে ওঠে । _. Ꮔ☾bra