পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

டு ج؟atمی আহারান্তে অক্ষয় কমলকে একমুহূৰ্ত্ত নিরালায় পাইয়া চুপি চুপি বলিল, শুনতে পেলাম আপনারা চলে যাচ্চেন। পরিচিত সকলের বাড়িতেই আপনি এক-আধবার গেছেন ; শুধু আমারই ওখানে— আপনি । কমল অতিমাত্রায় বিস্মিত হইল। শুধু কণ্ঠস্বরের পরিবর্তনে নয়, “ভূমি বলিয়া তাহাকে সবাই ডাকে, সে অভিযোগও করে না, অভিমানও করে না। কিন্তু অক্ষয়ের অন্য কারণ ছিল। এই স্ত্রীলোকটিকে “আপনি বলাটা সে বাড়াবাড়ি, এমন কি ভদ্র-আচরণের অপব্যবহার বলিয়া মনে করিত। কমল ইহা জানিত । কিন্তু এই অতি ক্ষুদ্র ইতরতায় দৃকপাত করিতেও তাহার লজ্জা করিত। পাছে একটা তর্কাতর্কি কলহের বিষয় হইয়া উঠে এই ছিল তার ভয় । হাসিয়া বলিল, আপনি তো কখনো যেতে বলেননি । না । সেটা আমার অন্যায় হযেচে । চলে যাবার আগে কি আর সময় হবে না ? কি করে হবে অক্ষয়বাবু, আমরা যে কাল ভোরেই যাচ্চি। ভোরেই ? একটু থামিয়া বলিল, এ অঞ্চলে যদি কখনো আসেন আমার গৃহে আপনার নিমন্ত্রণ রইল । 馨 কমল হাসিয়া কহিল, একটা কথা জিজ্ঞাসা করতে পারি অক্ষয়বাৰু ? হঠাৎ আমার সম্বন্ধে আপনার মত বদলালো কি করে ? বরঞ্চ আরও তো কঠোর হবারই কথা । অক্ষয় কহিল, সাধারণতঃ তাই হ’তো বটে। কিন্তু এবার দেশ থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেচি। আপনার ঐ পিউরিটানদের দৃষ্টান্ত আমার ভেতরে গিয়ে লেগেচে । আর কেউ বুঝলেন কি না জানিনে—না-বোঝাও আশ্চৰ্য্য নয়—কিন্তু আমি অনেক কথাই জানি। আর একটা কথা । আমাদের গ্রামের প্রায় চোদআন মুসলমান, ওরা তো সেই দেড় হাজার বছরের পুরানো সত্যেই আজও দৃঢ় হয়ে আছে। সেই বিধি-নিষেধ, আইন-কামুন, আচার-অনুষ্ঠান, কিছুই তো ব্যত্যয় হয়নি। কমল কহিল, ওঁদের সম্বন্ধে আমি প্রায় কিছুই জানিনে, জানবার কখনো সুযোগও হয়নি। যদি আপনার কথাই সত্যি হয় তো কেবল এইটুকুই বলতে পারি যে, ওঁদেরও ভেবে দেখবার দিন এসেচে। সত্যের সীমা যে-কোন একটা অতীত দিনেই স্বনির্দিষ্ট হয়ে যায়নি, এ সত্য ওঁদেরও একদিন মানতে হবে । কিন্তু উপরে চলুন। &ማ> ·