পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ লম্পট অতিথির শয্যায় প্রেরণ করে। দর্শক অর্থ ব্যয় করিয়া দেখে এবং খুব তারিফ দিতে থাকে ; বণিকের বক্তৃতার সার মৰ্ম্ম এই, সে প্রতিজ্ঞা করিয়াছে, এই বাড়িতে অতিথি বিমুখ করিবে না। পাছে তাহার প্রতিজ্ঞা ভঙ্গ হয়, পাছে অধৰ্ম্ম হয়, পাছে মৃত্যুর পর যমদূতে ডাঙস মারে, এই তার ভয় । তাহার মনের ভাবটা এই যে, আমার পায়ে তৃণাকুরও না বিদ্ধ হয়—তোমার যা হয় তা হোক। তা ছাড়া, শাস্ত্রে আছে, সৰ্ব্বস্ব দিয়াও অতিথি-সৎকার করিবে। অর্থাৎ ধন-দৌলৎ, হাতি-ঘোড়া, গরু-বাছুর, যা-কিছু সম্পত্তি আছে সমস্তই। কিন্তু অতিথিটা যখন ও-সব চায় না, তখন তুমিই যাও । আমার কাছে সে তোমাকে চাহিয়াছে—এবং তুমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে। স্বামীর কাছে পতিব্ৰতা স্ত্রীর সন্মান এই ! অপরিচিত পাপিষ্ঠ অতিথির সেবার তুলনায় স্ত্রীর মূল্য এই ! যাহার বিল্বমঙ্গলের ভক্ত, তাহার প্রতিবাদ করিয়া বলিবে, অতিথির জন্ত হিন্দু প্রাণ দিতে পারে—কর্ণ পুত্রহত্যা করিয়াছিল। এ-সব কথা আমিও জানি। দাতাকর্ণ মস্ত কাজ করিয়াছিলেন, বণিকও মস্ত কাজ করিয়াছে। কিন্তু কথা সে নয়। প্রাণটা তোমার নিজের, ইচ্ছা হয় সেটা না হয় দিতে পার, কিন্তু এই যে ধারণা,—ী তোমার সম্পত্তি, তুমি স্বামী বলিয়া ইচ্ছা করিলে এবং প্রয়োজন বোধ করিলে, তাহার নারী-ধৰ্ম্মের উপরও অত্যাচার করিতে পার, তাহাকে রাখিতেও পার, মারিতেও পার, বিলাইয়া দিতেও পার,—তোমার এই অনধিকার, এই স্বেচ্ছাচার তোমাকে এবং তোমার পুরুষজাতিকে হীন করিয়াছে, এবং তোমার সতী স্ত্রীকে এবং সেই সঙ্গে সমস্ত নারীজাতিকে অপমান করিয়াছে। অতিথি-সেবা খুব মস্ত ধৰ্ম্ম হইতে পারে, কিন্তু সেজন্তযেমন তুমি চুরি-ডাকাতি করিতে পার না, এটাও ঠিক তেমনি পার না । ইহুদীরা যখন পশুর মত ছিল, তখন তাহারা সম্পত্তির সঙ্গে স্ত্রীর বখরা করিত। এখনও অনেক অসভ্য জাতি বাড়ি-ঘর জমি-জমা গরু-বাছুরের সঙ্গে বাড়ির স্ত্রীগুলিকেও ভায়ে ভায়ে ভাগ করিয়া লয়। স্ত্রী-জাতি সম্বন্ধে বণিকের ধারণাও প্রায় এমনি। আর অতিথি-সৎকার যদি এতবড় ধৰ্ম্মই হয়, যার কাছে সতী স্ত্রীর সর্বস্ব নষ্ট করিয়া ফেলাও ধৰ্ম্মপালন, তবে এখনো যাহার এই ধৰ্ম্ম রাখিয়া চলে তাহীদের নীচ বলা শোভা পায় না। আমেরিকার অসভ্য ছিয়ক জাতির সম্বন্ধে কাপ্তেন লুইস বলিয়াছেন, ইহার অতিথির শয্যায় বাটীর শ্রেষ্ঠ কন্যাটকে, না হয়, স্ত্রীকে পাঠাইয় দেওয়া অতি উচ্চ অঙ্গের ধৰ্ম্মপালন বলিয়া মনে করে। এসিয়ার চুকচি জাতি সম্বন্ধে অস্থম্যান সাহেব fift too, The Chuckchi offer to travellers, who chance to ৩৫২,