পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नांद्रौद्र भूलं, যাজ্ঞবল্ক্য-মৈত্রেয়ী, যাজ্ঞবল্ক্য-গাৰ্গী-সংবাদ কেন রচিত হইয়াছিল, এ-সব আলোচনা অরণ্যে রোদন। ছয়-সহস্ৰ বৎসর পূর্বে মিশর প্রভৃতি প্রাচীন সভ্যতার দিনে নারীর wfoot; Two Missosol “husband a privileged guest”, “she inherited equally with her brothers”, “mistress of the house", “judicially equal of man”, “having the same rights and being treated in the same fashion” ইত্যাদি অনেক কথা বলিয়াছেন। এই সভ্যতার আলো রোম পাইয়াছিল বলিয় তাহার নারীজাতিও এ-সময় যথেষ্ট উন্নত হইয়াছিল। এই pagan law পরবর্তী সুসভ্য আইন-কামুনের মধ্যে কোথায় ডুবিয়াছে, মেম সাহেব র্তাহার Ancient Law গ্রন্থে যথেষ্ট আলোচনা করিয়াছেন । সায় হেনরীর এই অধ্যায়টা আমি সকল শিক্ষিত রমণীকেই পড়িয়া দেখিতে অনুরোধ করি । ইউরোপের আইন-কাহনের মধ্যে প্রাচীন রোমের প্রভাব যথেষ্ট লক্ষিত হইলেও, নারী সম্বন্ধে ইহুদীদের কড়া ব্যবস্থাই অধিক স্থান পাইয়াছে। কেন না, এইগুলাই পুরুষের ভাল লাগিয়াছে এবং মনের সঙ্গে মিলিয়াছে। প্রথমে মনে হয় বটে, ধৰ্ম্মের নৈকট্য হেতু ইহাই ত স্বাভাবিক ; কিন্তু একটু তলাইয়া দেখিলেই দেখিতে পাওয়া যায়, স্বাভাবিক বটে, কিন্তু শুধু তাহ ধৰ্ম্মের ঘনিষ্ঠত হেতুই স্বাভাবিক নয়, তাহা পুরুষের মনোনীত হইয়াছে বলিয়াই স্বাভাবিক হইয়াছে। অবশ্ব ধৰ্ম্মের চাপ ত আছেই। যীশুখৃঃ অনেক কথাই বলিয়া গিয়াছেন, কিন্তু স্ত্রী-জাতির উপর অত্যাচার সম্বন্ধে স্পষ্ট করিয়া একটি কথাও কোথাও বলিয়া যান নাই। জগৎবিখ্যাত সেন্ট পল শিখাইয়াছেন, ধৰ্ম্ম সম্বন্ধে নারী পুরুষের মত কোন প্রশ্ন করিতে পরিবে না। সে সৰ্ব্বদাই তাহার স্বামীর অধীন। যেহেতু ঈশ্বর নারীকে পুরুষের জন্তই স্বজন করিয়াছেন, পুরুষকে নারীর জন্য স্বজন করেন নাই। আরও বলিয়াছেন, নারী কোন পুরুষকে শিক্ষণ দিতে পরিবে না। সে-ই সংসারে পাপ প্রবেশ করাইয়াছে। তাহারা অনন্ত নরকে ডুবিবে, সদগতির কোন উপায় নাই। তবে সদগতি হইতে পারে, গর্ভে সন্তান ধারণ করিতে পারিলে। ঈশ্বর-জনিত পল ঠাকুরের উক্তি কি সুন্দর। নারীর মুক্তির কি সোজা পথ । এবং এই পথের পরিচয় বিলাতের যে-কোন ধৰ্ম্মগ্রন্থ খুলিলেই চোখে পড়ে। আমাদের শাস্ত্রে সন্তানের জন্তই নারী মহাভাগ, এবং পুত্রের জন্যই ভাৰ্যাগ্রহণের ব্যবস্থা আছে। এবং সংসারের যে-কোন দেশের ইতিহাস, ধৰ্ম্মগ্রন্থ আলোচনা করিয়া দেখিলে কম-বেশী এই-রকমের ব্যবস্থাই দেখিতে পাওয়া যায়। Ꮼ©☾ >{-86.