পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ the river they shall throw her." arts of fath cool wits, “if a husband says to his wife, ‘thou art not my wife,' half a mina of silver he shall weigh out to her and let her go” offs, or of স্বামীকে পচ্ছদ না করে, তাহা হইলে তাহাকে নদীতে নিক্ষেপ কর, আর পুরুষ যদি পচ্ছন্দ না করেন তাহা হইলে আধ মিনা ওজনের রূপ দিয়া বিদায় করিয়া দাও। কি স্বল্প বিচার । আধ মিনা রূপা কতখানি, অবশ্ব সে-কথা বলিতে পারি না, কিন্তু যতই হোক, জলে ডুবাইয়া মারার সঙ্গে এক নিক্তিতে যে ওজন হইতে পারে না, তাহ নিশ্চয় বলিতে পারি। প্রাচীন বেবিলনে ১৩৭ হইতে ১৪৩ ধারায়ও ঠিক এইমত ব্যবস্থাই আছে, অথচ এই বেবিলন ইহুদীদিগের অপেক্ষ সহস্ৰ-গুণে শ্রেষ্ঠ ছিল। অল্পদিন পূর্বেও ইউরোপের নারী-সম্বন্ধে অনেকেই লিখিয়াছেন, “She was sold into slavery to her husband by her father and was treated with a different legal code from her brother;” “wife of the labourer a chattel of the estate, her life an unceasing drudgery." তবে কোথাও ব) বাহিরের চাকচিক্য অাছে স্বীকার করি, এবং কোথাও বা ভিতর হইতে সংশোধনের চেষ্ট হইতেছে, কিন্তু সে সংশোধনের ভার লইয়াছে নারী। পুরুষ উপযাচক হইয়া কোনদিন ভাল করিতে আসে নাই, কোনদিন আসিবেও না। যিনি বড় ভাল, তিনি দয়া করিয়া বই লিখিয়া গিয়াছেন, যেমন মিল, কনডোরসেটু। কিন্তু মুখ্যতঃ তাহ বই লেখার গৌরবের জন্তই। প্রাচীনকালে প্লেটোও রিপলিকে লিখিয়া গিয়াছেন, “this sex which we keep in obscurity and domestic work, is it not fitted for nobler and more elevated functions 2 Are there no instances of courage, wisdom, advances in all the arts 7 May hap these qualities have a certain debility, and are lower than in ourselves, but, does it follow that they are, therefore, useless to the country 2" to লেখার স্বাক্ষ বিচার করিতে চাহি না, এবং ‘may hap’ কথাটারও ব্যাখ্যা করিতে চাহি না ; তবে সৎ অভিলুঙ্গি যে ইহাদের একেবারেই ছিল না, এ-কথা বলিলেও অন্যায় বলা হইবে, কিন্তু বিশেষ কোন ফলও ইহাতে ফলে নাই—বোধ করি, সত্যকার প্রয়াস ছিল না বলিয়াই ] বই লেখা ছাড়া পুরুষ কোথাও যে যথার্থ সম্মান দিবার চেষ্টা করিয়াছেন তাহ অবগত নহি, তবে এ-কথা জানি যে, যদি কোন দেশে রমণী যথার্থ শ্রদ্ধা-সন্মান লাড় هجومEN\