পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সদানন্দ গাজার কলিকা জানাল দিয়া ছুড়িয়া ফেলিয়া দিল। এবার রোহিণী বিরক্ত হইল। দাড়াইয়া উঠিয়া কহিল, “ঐ ত তোর দোষ—মাঝে মাঝে বেঠিক হয়ে পড়িস।” সদানন্দ কথা কহিল না দেখিয়া বিরক্ত অন্তঃকরণে রোহিণী নিজেই কলিকার আম্বেলণে বাহিরে আসিল । আর একবার জানালা দিয়া দেখিল—সদানন্দ পূর্বের মত মুখ নীচু করির বসিয়া আছে। তাহার এ-ভাব রোহিণীর নিকট নূতন নহে—সে বিলক্ষণ বুঝিয়াছিল আজ অন্ত আশা নাই। তাই গম্ভীরভাবে কহিল, “সঙ্গা, শুগে যা—কাল সকালে আবার আসব।” রোহিণী একটু বিরক্ত হইয়া চলিয়া যাইতেছিল, কিন্তু পথে আসিয়াই তাহার মমে পড়িল—সেই কোমল করুণ 'আহ !' তখন সে হাততালি দিয়া গান ধরিল, “যমুনাপুলিনে বসে র্কাদে রাধা বিনেদিনী—বিনে সেই, বিনে সেই—” কিছুক্ষণ ধিরামের পর আবার সেই গান সদানন্দের কর্ণে প্রবেশ করিবামাত্র সে যুক্তরূরে উর্বনেত্ৰে কঁদিয়া কহিল—“দয়াময় তুমি ফিরিয়া এস।” রাধার দুঃখ সে হৃদয়ে অনুভব করিয়াছে, তাই কাদিয়াছে ; ক্ষুদ্র কবিতার ক্ষুদ্র একটি চরণ তাহার সমস্ত হৃদয় মন্থন করিয়া তুলিয়া ধরিয়াছে। সেই নিৰ্ম্মল নীল যমুনা ; সেই পিককুহরিত জ্যোৎস্নাপ্লাবিত সর্থী-পরিবৃত কুঞ্জবন, সেই বকুল, তমাল, কদম্বমূল ; সেই মৃত-সঞ্জীবনী বংশী-স্বর ; মান অভিমান মিলন, তাহার পর শতবর্ষব্যাপী সেই সৰ্ব্বগ্রালী বিরছ! আর ছায়ার মত সেই ভ্রাতৃপ্রেম মাতৃপ্রেম—দয়া, ধৰ্ম্ম, পুণ্য—এবং তাহার সর্বনিয়ন্ত পূৰ্ণব্ৰহ্ম শ্ৰীকৃষ্ণ ! এত কথা, এই দীপ্ত অথচ স্নিগ্ধ ভাব, এত মাধুরী প্রণোদিত করিবার গৌরব কি এই অসম্পূর্ণ নিতান্ত সাধারণ পদটির ? রচয়িতার, ন গায়কের ? কিন্তু পদটি যদি যমুনা-পুদিনে বসে কাদে রাধা বিনোদিনী’ না হইয়া—’ৰ্কাদে শরৎশশী হইত, তাহ হইলে সদানদের চক্ষে এত শীঘ্র এমনি করিয়া জল আসিত কি না তাহাতে বিলক্ষণ সন্দেহ । সে হয়ত বিরহ-বেদনটি ছাড়িয়া দিয়া প্রথম শরৎ-শণীর বাস্তব নির্ণর করিতে রসিত। শরৎ-শশী রাধার বিশেষণ হইতে পারে কি না তাহা বেশ করিয়া জালোচনা করিয়া পরে অশ্রজল সম্বন্ধে মীমাংসা করিত। কিন্তু গায়ক যদি গাহিতেন “ঘরের কোণেতে বসে কাদে শরৎ-শশী, তাহা হইলে অনুমান হয় করুশ রসের পরিবর্তে হাস্ত-রসেরই উদ্রেক হইত। যেম রের কোণেতে বসিয়া ক্ৰন্ধনটা ক্রক্ষন নামের যোগ্য হইতে পারে না, কিংবা শরৎ-শশীর বিরহ হুইতে নাই—অথবা হইলেও কাছাকাটি করা তাহার পক্ষে উপযুক্ত হয় নাই। তাহা হইলে দেখা গেল যে, বিরন্থ-বেদনাজনিত দুঃখই সদানন্দের অশ্রজলের পূর্ণ হেতু মহে । তাং ৰদি 8 о о