পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিভূতি কহিল, যে আজ্ঞে, তাই যাবো । শিবরতন আবার কিছুক্ষণ নিঃশব্দে ধূমপান করিয়া একটু হাসিয়া কহিলেন, ন’বৌমার কাছে বড় অপ্রতিভ হয়ে আছি। গত বৎসর তাকে একপ্রকার কথাই দিয়েছিলাম যে, এ-বৎসর তার ছুটি,—এ-বৎসর বাপের বাড়িতে তিনি পূজে দেখবেন । কিন্তু দিন যত ঘনিয়ে আসতে লাগল ততই ভয় হতে লাগল, তিনি না থাকলে ক্রিয়া-কৰ্ম্ম যেন সমস্ত বিশৃঙ্খল, সমস্ত পণ্ড হয়ে যাবে। আদর-অভ্যর্থন করতে, সকল দিকে দৃষ্টি রাখতে র্তার ত আর জোড়া নেই কি না ! এত কাজ, এত গণ্ডগোল, এত হাঙ্গাম,কিন্তু কখনো মাকে বলতে শুনলাম না—এটা দেখিনি, কিংবা এটা ভুলে গেছি। অন্য সময়ে সংসার চলে,—বড়বোঁ ও সেজবেীমাই দেখতে পারেন, কিন্তু বৃহৎ কাজকর্মের মধ্যে আমার ন’বেীমা নেই মনে করলেই ভয়ে যেন আমার হাত-পা গুটিয়ে আসে,-কিছুতে সাহস পাইনে। এই বলিয়া স্নেহে, শ্রদ্ধায় মুখখানি দীপ্ত করিয়া তিনি পুনরায় নীরবে ধূমপান করিতে লাগিলেন। বড়কর্তার ন’বৌমার প্রতি বিশেষ একটু পক্ষপাতিত্ব আছে, ইহা লইয়া বাটীর মধ্যে আলোচনা ত হইতই, এমন কি একটা ঈর্ষার ভাবও ছিল। বড়-বধু রাগ করিয়া মাঝে মাঝে ত স্পষ্ট করিয়াই স্বামীকে শুনাইয়া দিতেন ; এবং সেজ-বধু আড়ালে অসাক্ষাতে এরূপ কথাও প্রচার করিতে বিরত হইতেন না যে, ন'বে শুধু বড়লোকের মেয়ে বলিয়াই এই খোসামোদ করা । নইলে আমরা দু’জায়ে এগারো মাসই যদি গৃহস্থালীর ভার টানতে পারি ত পূজার মাসটা আর পারি না ! বড়মামুষের মেয়ে না এলেই কি মায়ের পূজে আটকে যাবে ? এই-সকল প্রচ্ছন্ন শব্দভেদী বাণ যথাকালে যথাস্থানে আসিয়াই পোছিত, কিন্তু শিবরতন না হইতেন বিচলিত, না করিতেন প্রতিবাদ । হয়ত-বা কেবল একটুখানি মুচকিয়া হাসিতেন মাত্র। বিভূতি অধিক উপার্জন করে, তাহাকে বারোমাস বাসা করিয়া কলিকাতাতেই থাকিতে হয়, সুতরাং ন’বধুমাতার তথায় না থাকিলে নয়। এ-কথা তিনি বেশ বুঝিতেন, কিন্তু অবুঝের দল কোনমতেই স্বীকার করিতে চাহিত না । তাহদের একজনকে সংসারের মামুলি এবং মোট কাজগুলা সারা বৎসর ধরিয়াই করিতে হয় না। কেবল মহামায়ার পূজা-উপলক্ষে হঠাৎ একসময়ে আসিয়া সমস্ত দায়িত্ব, সকল কর্তৃত্ব নিজের হাতে লইয়া তাহা নির্বিবন্ধে শেষ করিয়া দিয়া, ঘরের এবং পরের সমস্ত মুখ্যাতি আহরণ করিয়া লইয়া চলিয়া যায়,-সে না থাকিলে এ-সব যেন কিছু হইতে পারিত না, সমস্তই যেন এলোমেলো হইয়া উঠিত, লোকের মুখের ও চোখের এইসকল ইঙ্গিতে মেয়েদের চিত্ত একেবারে 8չե՝