পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C# 은 অজিতের একবার সন্দেহ হইয়াছিল এ হয়ত পরিহাস করিতেছে। কিন্তু এ কি রকম তামাসা ? কহিল, এসব কি আপনি সত্যি বলচেন ? কমল একটু আশ্চৰ্য্য হইয়াই জবাব দিল, আমি ত কখনই মিথ্যে বলিনে অজিতবাবু। * পিতার স্বতি পলকের জন্ত তাহার মুখের পরে একটা স্নিগ্ধ দীপ্তি ফেলিয়া গেল। কহিল, জীবনে কখনো কোন কারণেই যেন মিথ্যা চিন্তা, মিথ্যা অভিমান, মিথ্যা বাক্যের আশ্রয় না নিই, বাবা এই শিক্ষাই আমাকে বার বার দিয়ে গেছেন । অজিত তথাপি যেন বিশ্বাস করিতে পারিল না। বলিল, আপনি ইংরাজের কাছে যদি মানুষ, আপনার ইংরিজি জানাটাও ত উচিত। প্রত্যুত্তরে কমল শুধু একটু মুচকিয়া হাসিল। বলিল, আমার খাওয়া হয়ে গেছে, চলুন ও-ঘরে যাই । না, এখন আমি উঠব। বসবেন না ? আজ এত শীঘ্ৰ চলে যাবেন । ই, আজ আর সময় হবে না । এতক্ষণ পরে কমল মুখ তুলিয়া তাহার মুখের অত্যন্ত কঠোরতা লক্ষ্য করিল। হয়ত কারণটাও অল্পমান করিল। কিছুক্ষণ নির্নিমেষ-চক্ষে চাহিয়া থাকিয় ধীরে ধীরে বলিল, আচ্ছা, যান। ইহার পরে যে কি বলিবে অজিত খুজিয়া পাইল না, শেষে কহিল, আপনি কি এখন আগ্রাতেই থাকবেন ? কেন ? ধরুন শিবনাথবাবু যদি আর না-ই আসেন। র্তার পরে ত আপনার জোর নেই! কমল কহিল, না। একটু স্থির থাকিয়া বলিল, আপনাদের ওখানে ত তিনি রোজ যান, গোপনে একটু জেনে নিয়ে কি আমাকে জানাতে পারবেন না ? তাতে কি হবে ? কমল কহিল, কি আর হবে । বাড়ি-ভাড়াটা এমাসের দেওয়াই আছে, আমি তা হলে কাল-পগু চলে যেতে পারি। কোথায় যাবেন ? কমল এ প্রশ্নের উত্তর দিল না, চুপ করিয়া রহিল। অজিত জিজ্ঞাসা করিল, আপনার হাতে বোধ করি টাকা নেই ? কমল এ প্রশ্নের উত্তর দিল না । ዓom