পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন এবার কমল হাসিল, কহিল, অর্থাৎ কুশাঙ্কুরের উপর বজাঘাত। কিন্তু আমার মত সমাজ ও লোকালয়ের বাইরে তুচ্ছ একজন মেযেমানুষের বিরুদ্ধে চক্রান্ত কিলের জঙ্গ ? আমি ত কারও বাড়িতে যাইনে । 配 আগুবাবু বলিলেন, তা যাও ন সত্যি। সহরের কোথায় তোমাদের বাস তাও কেউ জানে না, কিন্তু তাই বলে তুমি তুচ্ছ নয় কমল।. তাই তোমাকে .এর ভুলতেও পারে মা, মাপ করতেও পারে না । তোমার আলোচনা না করে, তোমায় খোটা না দিয়ে এদের, স্বস্তিও নেই, শাস্তিও নেই। অকস্মাৎ হাতের কাগজগুলা ভুলিয়া ধরিয়া কহিলেন, এটা কি জানে ? অক্ষয়বাবুর রচনা । ইংরিজী না হলে তোমাকে পড়ে শোনাতাম। নাম-ধাম নেই, কিন্তু আগাগোড়া শুধু তোমারই কথা; তোমাকেই আক্রমণ। কাল ম্যাজিষ্ট্রেটু সাহেরের বাড়িতে নাকি নারী-কল্যাণ সমিতির উদ্বোধন হবে, এ তারই মঙ্গল-অনুষ্ঠান। এই বলিয়া তিনি সেগুল দূরে নিক্ষেপ করিলেন, কছিলেন, এ শুধু প্ৰবন্ধ নয়, মাঝে মাঝে গল্পচ্ছলে পাত্র-পাত্রীদের মুখ দিয়ে নানা কথা বার করা হয়েচে । এর মূল নীতির সঙ্গে কারও বিরোধ নেই—বিরোধ থাকতেও পারে না, কিন্তু এ ত সে নয়। . ব্যক্তি-বিশেষকে পদে পদে আঘাত করতে পারাই যেন এর আসল আনন্দ । কিন্তু অক্ষয়ের আনন্দ আর আমার আনন্দ ত এক নয় কমল, একে ত অামি ভাল বলতে পারিনে । কমল কহিল, কিন্তু আমি ত আর এ লেখা শুনতে যাবো না—আমাকে আঘাত করার সার্থকতা কি ? আপ্তবাবু বলিলেন, কোন সার্থকতাই নেই। তাই বোধ হয় ওরা আমাকে পড়তে দিয়েচে। ভেবেচে ভরাডুবির মুষ্টিলাভ। বুড়োকে দুঃখ দিয়ে যতটুকু ক্ষোভ মেটে । এই বলিয়া তিনি হাত বাড়াইয়া কমলের হাতখানি আর একবার টানিয়া দইলেন। এই স্পর্শটুকুর মধ্যে যে কি কথা ছিল কমল তাহার সবটুকু বুঝিল না, তবু তাহার ভিতরটা কি একরকম করিয়া উঠিল। একটু থাম্বিয়া কহিল, আপনার দুৰ্ব্বলতাটুকু তীর ধরেচেন, কিন্তু আসল মানুষটিকে তারা চিনতে পারেননি। তুমি কি পেরেচো মা ? : 驅 疊 岬 বোধ হয় ওঁদের চেয়ে বেশি পেরেচি । 郸 * ~ * আপ্তবাবু ইহার উত্তর দিলেন না, বহুক্ষণ নীরবে বসিয়া থাকিয় আস্তে আস্তে বলিতে লাগিলেন, সবাই ভাৱে এই সদানন্দ বুড়োলোকটির মত স্বৰী কেউ নেই। অনেক টাকা, অনেক বিষয়-আশয়— কিন্তু সে ত মিথ্যে নয় । * _ ११.