পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেনা-পাওঁন ষোড়শী কহিল, তা বলে বাপ-পিতামহের কালের পৈতৃক বিষয়টুকু তোর মূখ যুজে ছেড়ে দিবি ? বিপিন কহিল, তুমি যদি কৃপা করে আমাদের বঁচিয়ে দাও মা, দীন দুঃখী আমাদের, নইলে ছেলেপিলের হাত ধরে গাছতলায় গিয়ে দাড়াতে হবে। তাই ত্ত তোমার কাছে সবাই ছুটে এসেচি। ষোড়শী একে একে সকলের মুখের দিকে চাহিয়া দেখিল । ইহাদের কাহারও কিছু করিবার সাধ্য নাই ; তাই এই একান্ত বিপদের দিনে দল বাধিয়া অপরের কৃপা-ভিক্ষা করিতে তাহারা বাহির হইয়াছে। এই সব নিরুত্তর ভরসাহীন মুখের সকরুণ প্রার্থনায় তাহার বুকের ভিতরে আগুন জলিয়া উঠিল ; কহিল, তোরা এতগুলো পুরুষমানুষ মিলে নিজেদের বাচাতে পারবিনে, আর মেয়েমানুষ হয়ে আমি যাবো তোদের বাচাতে । রাগ ক’রো না বিপিন, কিন্তু জিজ্ঞাসা করি, এ জমি না হয়ে মাইতিগিন্নীকে যদি জমিদারবাবু এমনি জবরদস্তি আর একজনকে বিক্ৰী করে দিতেন, আর সে আসতো তাকে দখল করতে, কি করতে বাবা তুমি ? ষোড়শীর এই অদ্ভূত উপমায় অনেকের মুখই চাপা হাসিতে উজ্জ্বল হইয়া উঠিল ; কিন্তু বৃদ্ধের চোখের কোণে অগ্নিস্ফুলিঙ্গ দেখা দিল । কিন্তু আপনাকে সংবরণ করিয়া সহজ কণ্ঠে বলিল, মা, আমি না হয় বুড়ো হয়েচি, আমার কথা ছেড়েই দাও, কিন্তু মাইতিগিনীর পাচ-পাচজন জোয়ান বেটা আছে, তারা তখন জেল কেন, ফঁাসি-কাঠের ভয় পৰ্য্যস্ত করবে না, একথা তোমাকে মা-চণ্ডীর দিব্যি করেই জানিয়ে দিচ্ছি। সে আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু ষোড়শী বাধা দিয়া বহিল, তাই যদি সত্যি হয় বিপিন, তোমার সেই পাঁচ-পাচজন জোয়ান বেটাকে ব’লো, এই পিতাপিতামহের কালের ক্ষেত-খামারটুকুও তাদের বুড়ে মায়ের চেয়ে একতিল ছোট নয় ; এরা দুজনেই তাদের সমান প্রতিপালন করে এসেচেন । বৃদ্ধ চক্ষের নিমেষে সোজা উঠিয় দাড়াইয়া কহিল, ঠিক ! ঠিক কথা মা ! আমাদের মা-ই ত বটে। ছেলেদের এখনি গিয়ে আমি এ-কথা জানাবো, কিন্তু তুমি আমাদের সহায় থেকে । ষোড়শী মাথা নাড়িয়া বলিল, শুধু আমি কেন বিপিন, মা চণ্ডী তোমাদের সহায় থাকবেন ; কিন্তু আমার পূজোর সময় বয়ে যাচ্চে বাবা, আমি চললুম। বলিয়া সে স্ক্রতপদে গিয়া আপনার কুটারের মধ্যে প্রবেশ করিল। কিন্তু বিপিনের গম্ভীর গলা সে স্পষ্ট শুনিতে পাইল । সে সকলকে ডাকিয়া কহিতেছে, তোরা সবাই ওনলি ত রে, শুধু গর্ভধারিণীই মা নয়,ষিনি পালন করেন তিনিও মা । ষা হবার হবে, ঘরের মাকে আমরা কিছুতেই পরের হাতে তুলে দিতে পারব না। ቕቕ