পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দুইবার, শেষ করিয়া যখন সে আর একবার পড়িতে শুরু করিয়াছে,তখন ষোড়শীর পায়ের শবে মুখ তুলিয়। কহিল, সবটুকু থাকলে পড়ে বড় মানন্দ পেতাম। যেমন অক্ষর তেমনি ভাষা-ছাড়তে ইচ্ছে কয়ে না । ষোড়শী তাহার কণ্ঠস্বরের পরিবর্তন সহজে লক্ষা করিয়াও কহিল, একবার উঠন, কম্বলটা পেতে দিই । জীবানন্দ কান দিল না, বলিল, নৱ-পিশাচটি যে কে তা সামান্ত বুদ্ধিতেই বোঝা যায়, কিন্তু তাকে নিধন করতে যে দেবতার আবাহন হয়েচে তিনি কে ? নামটি র্তা শুনতে পাইনে ? এবারেও ষোড়শ মাপনাকে বিচলিত হইতে দিল না । শীতের দিনে আকস্মিক 0SttS tBBS BBBB BB BBB BB BBBS BBB BB BBBB BBB খেল উৎকৰ্ণ হুইয়া উঠিয়াছিল, সেখানে জীবানন্দের বিদ্রুপ বেশ স্পষ্ট হইয়। পৌছিল না, সে তখনি সহজভাবে কহিল, সে হবে। এখন আপনি একটু উঠে দাড়ান, আমি এটা পেতে দিই । জীবানন্দ আর কথা কহিল না, একপাশে উঠিয়া দাড়াইয়া নিঃশবে চোখ মেলিয়া stহার কাজ করা দেখিতে লাগিল। ষোড়শী বঁটা দিয়া প্রথমে সমস্ত ঘরখানি পরিষ্কার করিল, পরে কম্বলধানি পুরু করিয়া বিছাইয়া চাদরের অভাবে নিজের tDBB BB BBB BBB BBS BB BBBS BBB S BBD DD BBB নেই— দরকার হলেই পাবো গে—অভাধ থাকবে না । এই বলিয়া সে কাছে আসিয়৷ হেট হইয়া কাপড়খানি তুলিয়া যথাস্থানে রাখিয়া দিতেই ষোড়শী মনে মনে অত্যন্ত লঙ্গ পাইয়া আরক্ত-মুখে কহিল, কিন্তু ওটা তুলে ফেললেন কেন, শুধু কম্বল ফুটবে বে? জীবনেমা উপবেশন করিয়া কহিল, তা জানি, কিন্তু আতিশয্যটা আবার বেশি ফুটবে। যঃ জিনিসটায় মিষ্ট আছে সত্যি, কিন্তু তার ভান করাটায় না আছে মধু, ন মাছে স্বাদ । ওটা বরঞ্চ আর কাউকে দিয়ে । কথা শুনিয়া ষোড়শী বিস্ময়ে অবাক হইয়া গেল। তাহার মুখের উপর চোখের পলকে কে যেন ছাই মাখাইয়া দিল । জীবানন্দ কহিল, তার নামটি ? ষোড়শী কয়েক মুহূৰ্ত্ত কথা কহিতে পারিল না, তাহার পরে বলিল, কার নামটি ? জীবানন্দ হাতের পত্রখণ্ডের প্রতি কটাক্ষে চাহিয়া বলিল, যিনি দৈত্যবধের জন্ত শীঘ্র অবতীর্ণ হবেন ? যিনি দ্ৰৌপদীর সখা, যিনি—আর বলব ? এই ব্যঙ্গের সে জবাব দিল না, কিন্তু চোখের উপর হইতে তাহার মোহের যবনিকা খাম্ খান হইয়া ছড়িয়া গেল। ধৰ্ম্মলেশহীন, সৰ্ব্বদোবাশ্ৰিত সেই পাষণ্ডের እቝኒቑ