পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেনা-পাওনা আশ্চৰ্য্য অভিনয়ে মুগ্ধ হইয়া কেমন করিয়া যে তাহার মনে ক্ষণকালের নিমিত্ত ক্ষমামিশ্রিত করুণার উদয় হইয়াছিল ইহা সে সহসা ভাবিয়া পাইল না। এবং চিত্ত্বের MBB BBB BBDDBB BBB BBBBB BBB BBBBB BBS BBB B BBB হইয়া উঠিল। মুহূৰ্ত্তকাল পরে জীবানন্দ পুনশ্চ যখন সেই এক প্রশ্লষ্ট করিল, তখন ষোড়শী কণ্ঠস্বর সংযত করিয়া কহিল, তার নামে আপনার প্রয়োজন ? জীবানন্দ কহিল, প্রয়োজন আছে বষ্ট কি ? আগে থেকে জানতে পারলে হয়ত আত্মরক্ষার একটা উপায় করতেও পারি। ষোড়শী তাহার মুখের প্রতি তীক্ষ দটুিপান করিয়া কহিল, আর আত্মরক্ষায় কি শুধু আমারই অধিকার নেই ? জীবানন্দ বলিয়া ফেলিল, মাছে ধই ঞ্চি । BBB BDDSDS BB B BB BBB BB BBB BS BBB g জ্ঞাপনার একই সঙ্গে বৃক্ষ পাবার উপায় নেই । জীবানন্দ একটুখানি স্থির থাকিয়া বলিয়, তাই যদি হয়, বৃক্ষ পাওয়! আমারই দরকার এবং তাতে লেশমাত্র কার্ট হবে ম৷ জেনে । ষোড়শীয় মুখে মাসিল বলে, তা জানি, একদিন জেলার ম্যাজিস্ট্রেট কে সাহেবের BBB BSBB BBBBS DDSBBB S BBt BBBBB BBBB DB BBBBB BB BBBB BBBB BB BBBBBS BBBS BBB BBBB BBBS থাকিবার দামটাও হয়ত ততবড়ই আর একজনকে দিতে হইবে । কিন্তু সে কোন কথাই কহিল না। তাহায় মনে হইল এতবড় নৱ-পশুর কাছে মতবড় দানের উল্লেখ করার মত ব্যর্থতা আর ত কিছু হইতেই পারে না। জীবানমোর ছস হইল । তাহার এতবড় ঔপ্ৰত্যের যে জবাব দিল না, তাহার কাছে গলাবাজির নিষ্ফলতা তাহার নিজের মনেই বাজিল । তাহার উত্তেজনা কমিল, কিন্তু ক্ৰোধ বাড়িয়া গেল। কহিল, অলক, তোমার এই বীরপুরুষটির নাম যে আমি জানিনে তা নয় । ষোড়শী তৎক্ষণাং কহিল, জানবেন বই কি, নইলে তার উদ্দেশে ঝগড়া করবেন কেন ? তা ছাড়া, পৃথিবীর বীরপুরুষদের মধ্যে পরিচয় থাকবারই ত কথা । জীবানন্দ শক্ত হইয়া কহিল, সে ঠিক । কিন্তু এই কাপুরুষকে বার বার অপমান করার ভারটা তোমার বীরপুরুষটি সইতে পারলে হয় । যাক, এ চিঠি ছিড়লে কেন ? ষোড়শী বলিল, আর একখানা পাঠিয়েছিলাম বলে। কিন্তু সোজা তাকে না লিখে তার স্ত্রীকে লেখা কেন ? এইসব শব্দভেদী বাণ কি সেই বীরপুরুষের শিক্ষা নাকি ?