পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দিলেন যে, এই শ্রাস্ত-দেহে অধিক বেলায় স্নানাহার কবিলে অস্থখ করিতে পারে। শিরোমণি মহাশয় পাশে বসিয়া কি বলিতেছিলেন, উকি মাখিযা দেখিয়া কহিলেন, বাবাজী-না ? রায় মহাশয় বলিলেন, হুঁ ৷ BBBBB BBBS BBB BBBB BBB BBB BBSBBS BB BB BBBS নিৰ্ম্মল পালাচ্চে না, তোমার কথাটা শেষ বর, আমাকে উঠতে হবে । নিৰ্ম্মল নিঃশকে বাহির হইয়া আসিল । তাহার শ্বশুর যে তাহাকে অতিকৌতূহলি প্রতিবেশীর জপ্রিয় জেবার দণ্ড হইতে দয়া করিয়া অব্যাহতি দিলেন, ইহা মঙ্গভব করিয়া তাহার মুখ রাজ্ঞা হইয়া উঠিল । ষোড়শীয় সহিত সে দেখা করিতে চলিয়াছিল। দিন-দুই পূৰ্ব্বে যে উৎসাহ লইয়া মনের ভিত্তিগাত্রে যে ছবি আঁকিয়া লইয়া সে তাহার প্রবাস-গৃহ ত্যাগ করিয়াছিল, সে আর ছিল না। যে স্বপ্ন সুদীর্ঘ যাত্রাপথের সকল দুঃখ তাহার হরণ করিয়াছিল, শ্বশ্বর ও শাশুড়ীর অব্যক্ত ৪ ব্যক্ত অভিযোগের আক্রমণে এইমাত্র তাহ লগুভও হইয়া গিয়াছিল । সমবেত ও প্রবল শক্তিসমূহের বিরুদ্ধে দাড়াইয় তাহার একন পৌরুষ নিরাশ্রয়ের অবলম্বন, দুর্বল, পরিত্যক্ত, নির্জিত নারীর নিঃস্বার্ণ বন্ধুরূপে এই গ্রামে পদার্পণ করিতে চাহিয়াছিল । তাহার কত না লল, কত না শোভা, কিন্তু মাসিয়া দেখিল তাহাক সকল কার্যোয়ই ইতিমধ্যে একটা কারণ প্রকাশ হইয়া গছে । তাহ যেমন কদৰ্য্য, তেমনি কালো। কালিতে লেপিয়া একাকার হইতে স্বার বাকী কিছু নাই । শ্বশুরকে সে কোনদিন স্বাদর্শপুরুষ মনে করে নাই, তিনি BB BB BBD BBBS BBBB BBBS BB BBB BB BBBBBS BBBB BBBBBB BBBB BBBS BB BBBS BBBBB BBS BBS BBS B BB জনিত, এবং মনে মনে ক্ষমাও করিত , কিন্তু আজ যখন সে মন্দিরের প্রাচীর ঘুরিয়া পায়ে-ইটা সেই সরু পথ ধরিয়। ষোড়শীর কুটির অভিমুখে পা বাড়াইল, তখন সংস্কৃন্ধ চিত্ততলে তাহার একদিকে শ্বশুরের বিরুদ্ধে যেমন বিদ্বেষ ও ঘৃণা নিবিড় হইয়া দেখা দিল, তেমনি অন্ত দিকে বিশেষ কিছু না জানিয়াও ষোড়শীর প্রতি অভিমান ও বিরক্তিতে মন তিক্ত হইয়া উঠিল । মনে মনে বার বার করিয়া বলিতে লাগিল, যে স্ত্রীলোক অনাত্মীয় অপরিচিতপ্রায় পুরুষের রুপাভিক্ষা করিয়া পত্রদ্বারা আহ্বান করিবার সঙ্কোচ অস্তুভব করে না, এবং সে-কথা নির্লজ্জ দাস্তিকার স্থায় পথে-ঘাটে প্রচাব করিয়া বেড়ায়, তাহাকে আর যাহাই হোক সম্মানের উচ্চ আসনে বসানো চলে না । কিন্তু অকস্মাং চিন্তা তাহার এইখানে বাধা পাইয়া থামিল। পরবহুল মনস+ গাছের স্বাক ফিরিতেষ্ট তাহার উংস্থক দৃষ্টি সন্নিকটবর্তিী ষোড়শীর আনত খের See