পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নেই। চণ্ডীগড়ের ভৈরবীগিরির মূনাফা বেশী নয় -যা তার যাবে, জমিদার তার চতুগুণ পুষিয়ে দেবে, এ আমি শপথ করে বলতে পারি। সে তাকে কষ্ট দিতেও চার নী--কষ্ট দেবেও না, দু-নৌকায় পা দিয়ে থাকবার অসম্ভব লোভটা যদি সে একবার ত্যাগ করে । নিৰ্ম্মল নিরুস্তরে স্তব্ধ হইয়া বসিয়া রহিল । শ্বশুরকে সে অনেকটা জানিত,—এতটা জনিত না । এই শ্বশুর ষোড়শীর কল্যাণের পথ যাহ। নির্দেশ করিয়া দিলেন, তাহাতে তর্ক করিবার প্রবৃত্তি পৰ্য্যন্ত আর তাহার রহিল না । শাশুড়ীর দুধ গরম করিয়া আনিতে বিলম্ব হইল, তিনি ঘরে ঢুকিয়া স্বামীর পাতের কাছে বাটি নামাইয়া রাখিয়া আহারের স্বল্পতার জন্য জামাতাকে মুকু তৎসন। করিলেন, এবং এই ক্ৰটি সংশোধন করিবার ভার স্বয় গ্রহণ করিয়া অদূরে উপবেশন করিলেন । কর্তী দুধের বাটি হইতে মুখ নামাইয়া রাখিয়া কহিলেন, কিন্তু মেয়েটার একটা প্রশংসা না করে পারা যায় না—বেটি বিদ্যের যেন সরস্বতী । জানে না এমন শাস্ত্রই নেই। গৃহিণী তৎক্ষণাৎ সায় দিয়া কহিলেন, তা আর বলতে দেখেচ ত কাজ-কৰ্ম্মে সে দাড়িয়ে থাকলে তোমার শিরোমণিঠাকুর ভয়ে যেন কেঁচো হয়ে যান । চলে গেলে বুড়োর মুখ সহস্রধারে ফোটে, কিন্তু স্বমুখে নিন্দে করবার ভরসা পান না । কৰ্ত্ত কহিলেন, না না, নিন্দে করবেন কেন, তিনি বরঞ্চ স্বখ্যাতিই করেন । গৃহিণী নাকের মস্ত নথে একটা নাড়া দিয়া ততখানিই প্রতিবাদ করিলেন । বলিলেন, ই, বুড়ে সেই পাত্র কি না ! হিংসেয় ফেটে মরেন, আবার স্বখ্যাতি করবেন ! মনে নেই, সেই অস্তুর বোনের প্রায়শ্চিত্তের ব্যবস্থা নিয়ে কি কাণ্ডই না দিন-কতক করে বেড়ালেন ! তা ছাড়া, ছুড়ি এদিকে যাই করে থাক, শোকে, দুঃখে, আপদে-বিপদে, গরীব-দুঃখীর এমন মা-বাপও গ্রামে কেউ নেই। যখনি যে কাজেই ডাকে, মুখে হাসিটি যেন লেগে আছে, না বলতে জানে না। কৰ্ব খুশী হইলেন না, বলিলেন, ই, সব ভৈরবীই ও-সব করে থাকে। গৃহিণী বলিলেন, সব ? কেন, মাতঙ্গিনীঠাকরুণকে কি আমি চোখে দেখিনি না-কি ? দেখে থাকলেও ভুলে গেছে । গৃহিণী রাগ করিয়া জবাব দিলেন, ভুলিনি কিছুই। আজও কার কাছে একশ টাকা পাই—ন বলে উড়িয়ে দিলেন । ষোড়শী কখনো কাউকে ঠকিয়ে খায়নি, মিছে কথাও বলেনি। .ళiy