পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অল্পমান যে ভুল নয়, লোকটি যে সত্য-সতাই নিৰ্ম্মল বস্থ তাহ বুঝিতে পারিয়া জীবানন্দ প্রথমে চমকিত হইল, কিন্তু যে কোন অবস্থায় নিজেকে মুহুর্তে সামলাইয়া লইবার শক্তি তাহার অদ্ভূত। সে সামান্য একট হাসিয়া বলিল, বিলক্ষণ বন্ধু নয় ত কি ? ওঁদের রুপাতেই ত টিকে আছি, নইলে আমার জমিদায়ী পাওয়া পর্যন্ত যে সব কীৰ্ত্তি করা গেছে, তাতে চণ্ডীগড়ের শাস্তিকুঞ্জের বদলে ত এতদিন জানামানের ঐশ্বরে গিয়ে বসবাস করতে হ'তো । নিৰ্ম্মলের গোড়া হইতেই ভাল লাগে নাই, কিন্তু নিজের দুষ্কৃতির এই লজ্জাহীন জনাবৃত রসিকতার চেষ্টায় তাহার গা জলিয়া গেল। মুখ লাল করিয়া কি একটা বলিতেও চাচিল, সিদ্ধ ললিতে হইল না। ষোড়শী জবাব দিল, কহিল, চৌধুরীমশায়, DDDSBBu BBB BB BB BBBS B BB BBB BBS BBBB প্রভৃতি বড় ব্যাপাব না হোক, কিন্তু ছোট বলে এ দেশের ঐঘরগুলোও ত মনোরম স্থান নয়—দুঃখী বলে ভৈরবীরা কি একটু ধন্যবাদ পেতে পারে না ? জীবানন্দ অপ্রস্তুভ হইরা হঠাৎ যাহা মুখে জাসিল কহিল। বলিল, ধন্যবাদ পাবার সময় হলেই পাবে | BBB BBBB BBBS MS BBB BBB BBD MBBB BDSDD BB এলেন । জীবানন্দ ইহার কোন জবাব দিল না। নিৰ্ম্মলের প্রতি চাহিয়া কহিল, আপনার শ্বশুরমশায়ের মুখে শুনলাম আপনি তাiসছেন—আশা করেছিলাম মন্দিরে তালাপ হবে । ষোড়শী বলিল, সে আমার দোল চৌধুরীমশায় । উনি এলেওছিলেন এবং সদালাপে যোগ না দিন, ভিড়ের বাইরে দাড়িয়ে গলা বাড়িয়ে শোনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু আমি দেখতে পেয়ে হাত-ধরে টেনে নিয়ে এলাম। বললাম, চলুন নিৰ্ম্মলবাবু, ঘরে বসে বরঞ্চ দুটো গল্প-সল্প করা যাক । জীবানন্দ মনের উত্তাপ চাপিয়া কতকটা সহজগঙ্গাতেই কহিল, তা হলে আমি এসে পড়ে ত ব্যাঘাত দিলাম । ষোড়শী বলিল, দিয়ে থাকলেও আপনার দোষ নেই-আমিষ্ট আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। জীবানন্দ কহিল, কিন্তু কেন ? গল্প করতে নয় বোধ হয় ? ষোড়শী হাসিয়া ফেলিল, না গো মশায়, ন+বরঞ্চ ঠিক তার উন্টে । |