পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেনা-পাওনা র্তাহারা আসিয়াছিলেন ! শিরোমণি বাগ্র হইয়া করিলেন, চাবিটা জনাৰ্দ্দন ভায়ার হাতে দিলে আজই সন্ধ্যার পূৰ্ব্বে আমরা সমস্ত মিলিয়ে দেখতে পারি। হুজুরেরও আর কোন দায়িত্ব থাকে ন!—কি আছে না-আছে সে পালাবার আগেই সব জানা যায়। কি বল ভায়া ? কি বল হে তোমরা? ঠিক না ? সকলেই এ-প্রস্তাবে সম্মতি দিল, দিল না কেবল যাহার হাতে চাবি । সে শুধু একটু ঈষৎ হাসিয়া কছিল, ব্যস্ত কি শিরোমণিমশায়, যদি কিছু নষ্ট হয়েই থাকে ত, ভিখিরীর কাছে থেকে আর আদায় হবে না। আপনার আজ আম্বন, আমার যেদিন অবসর হবে মিলিয়ে দেখতে আপনাদের সকলকেই আমি সংবাদ দেব | ফন্দি খাটিল না দেখিয়া সবাই মনে মনে রাগ করিল। রায়মহাশয় উঠয়। দাড়াইয়া কহিলেন, কিন্তু দায়িত্ব একটা— জীবানন্দ তৎক্ষণাৎ সায় দিয়া কহিলেন, সে ত ঠিক কথা রায়মশায়। দায়িত্ব একটা আমার রইল বইকি । স্বারের বাহির হইয়াই শিরোমণি জনাৰ্দ্দনের গা টিপিয়া কহিলেন, দেখলে ভায়া, ব্যাটা মাতালের ভাব বোঝাই ভার। গুয়োটা কথা কয় যেন হেঁয়ালী। মদে চুর হয়ে আছে। বঁচিবে না বেশিদিন । জনাৰ্দ্দন শুধু বলিলেন, স্ত্র । যা ভয় করা গেল, তাই হ’লে দেখচি । শিরোমণি কহিলেন, এবারে গেল সব শুড়ির দোকানে। বেটি যাবার সময় আচ্ছা জবা করে গেল । - একজন কহিল, হুজুর চাবি আর দিচ্চেন না । শিরোমণি উত্তেজিত হইয়া বলিলেন, আবার । এবার চাইতে গেলে গল। টিপে মদ খাইয়ে দিয়ে তবে ছাড়বে। কথাটা উচ্চারণ কবিয়াই তাহাত্ব সৰ্ব্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। ঘরের মধ্যে জীবানন্দ খোলা দ্বারের দিকে শূন্ত-দৃষ্টিতে চাহিয়া স্থির হইয়৷ বসিয়াছিলেন ; প্রফুল্ল কহিল, দাদা, আবার একটা নূতন হাঙ্গামা জড়ালেন কেন, চাবিটা ওঁদের দিলেই ত হতো। জীবানন্দ তাহার মুখের প্রতি চন্থ ফিরাইয়া কহিল, হতে না প্রফুর, হলে দ্বিতাম। পাছে এই দুর্ঘটনা ঘটে বলেই সে কাল রাতে আমার হাতে চাবি দিয়েচে । প্রত্ন মনে মনে বোধ হয় ঠিক বিশ্বাস করিতে পাবিল না, জিজ্ঞস কলি, সিন্দুকে আছে কি ? - - জীবানন্দ একটু হাসিয়া কহিল, কি আছে ? আজ সকালে তাই আমি খাতাখানা 岑羲念