পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রায়মহাশয় চুপ করিয়া শেষে বলিলেন, মাথা খারাপ-টারাপ হয়নি ত ? ইহার দিন-দুই পরে খবর লইয়া যখন জনাৰ্দ্দন জানিতে পারিলেন এককড়ি আজও সে-কথা হুজুরে পেশ করে নাই, তখন তিনি বিচলিত হইয়া উঠিলেন । অপদার্থ ও ভীতু বলিয়া মনে মনে তাহাকে তিরস্কার করিলেন, এবং রাত্রে মুনিদ্র হইল না। সাহেব হঠাৎ যদি একদিন এত্তেলা পাঠাইয়া সৰ্বজমিনে আসিয়া পড়ে ত বিপদের অবধি থাকিবে না । সকল দিকে প্রস্তুত না থাকিলে যে কি ঘাটতে পারে বলা যায় না । - স্থির করিলেন, পরদিন দেখা করিয়া নিজেই সকল কথা নিবেদন করিবেন—পরের উপর নির্ভর করিয়া সময় নষ্ট করিলে মরিতে হইবে । সকালে এক শত আটবার দুর্গানাম জপ করিলেন, শ্ৰীশ্ৰীyচণ্ডীমাতার নাম লাল কালি দিয়া কাগজের উপর লিখিয়া কাজটা পাকা করিয়া লইলেন, এবং ইচি, টিকটিকি, শূন্তকুম্ভ প্রভৃতি সৰ্ব্বপ্রকার বিপত্তির বিরুদ্ধে যথেষ্ট সতর্কতা অবলম্বন করিয়া মোটা দেখিয়া জন-চারেক লোক সঙ্গে করিয়া জমিদারের উদ্দেশ্যে যাত্রা করিলেন । কিন্তু অধিক দূর অগ্রসর হইতে হইল না, জন পাঁচ-ছয় লোক ছুটিয়া আসিয়া যে খবর দিল, তাহ যেমন অপ্রীতিকর তেমনি অপ্রত্যাশিত ! বেশী নয়, কাঠ-দশেক পরমাণ বড় রাস্তার উপরেই একটা জায়গা কিছুকাল হইতে রায়মহাশয় দখল করিয়া ধিরিয়া লইয়াছিলেন। তাহার অভিপ্রায় ছিল, দোকান-ঘরটা এইখানে সরাইয়া আনিবেন । সম্পত্তি চণ্ডীর এবং এই লইয়া ষোড়শীর সহিত র্তাহার বাদানুবাদও হইয়া গিয়াছিল, কিন্তু পরাক্রান্ত জনাৰ্দ্দন রায়কে সে বাধা দিতে পারে নাই । এ-সম্বন্ধে তাহার কি একটা দলিলও ছিল, কিন্তু গ্রামের লোকেরা তাহা বিশ্বাস করিত না। আজ সকালে এইটাই তাহার বে-দখল করা হইয়াছে। জনাদিন ধীরে ধীরে উপস্থিত হইয়া দেখিলেন, অনেকেই হাজির আছেন । শিরোমণি, তারাদাস, গগন চক্রবর্তী এবং আরও কয়েকজন তাহার দলভুক্ত ভদ্রব্যক্তিদের সমক্ষে জীবানন্দ চৌধুরী নিজে হুকুম দিয়া এবং নিজের লোক দিয়া তাহার বেড়া ভাঙাইয়া মন্দির-সংলগ্ন ভূখণ্ডের অন্তর্গত করিয়া দিয়াছেন। কেহই প্রতিবাদ করিতে ভরসা করে নাই । জনাৰ্দ্দন দুঃসহ ক্রোধ দমন করিয়া সবিনয়ে কহিলেন, এ-সব করার আগে হুজুর ত আমাকে একটা খবর পাঠাতে পারতেন ? জীবানন্দ হাসিয়া কহিলেন, তাতে অনর্থক দেরী হতো বই ত নয়, খবর আপনার কাছে পৌছবেই জানি । জনাৰ্দ্দন বলিলেন, খবর পৌছেচে, কিন্তু একটা দিন আগে পৌছলে মামলা মকদ্দমটা হয়ত বাধত না । Mirst