পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ সাহিত্য-সংগ্ৰহ হইয়া উঠিয়াছিল, এমনি সময়ে সম্পূর্ণ একটা নূতন জিনিসের উপর গিয়া তাহার মন এবং দৃষ্ট একই সময়ে স্থিতিলাভ করিল। একখানা ছোট নৌকা স্রোতের অনুকূলে অত্যন্ত দ্রুতবেগে আসিতেছিল, এবং তারার বাটীর সম্মুখে উপস্থিত হইবামাত্র মাঝি ভাঙার উপরে নেঞ্জিব ছুডিয়া ফেলিয়া তাহার গতিরোধ করিল। এ নদীতে নৌকা চলাচল অত্যন্ত বিরল। বৎসবের অধিকাংশ দিন যথেষ্ট জল থাকে না বলিয়াই শুধু নয়, বর্ষাকালেও একটানা খরস্রোতে যাতায়াতেব সুবিধা বড় হয় না । বিশেষত: তাহারই বাটীব সম্মুখে আসিয়া যখন এমন কবিয়া থামিল, তখন কৌতুহলে সে বালিস ঠেস দিয়া উচ হইয়া বসিয়া দেখিল জন-দুই পুরুষ এবং তিনজন রমণী নামিয়। আসিতেছেন । ঘন-পল্লব গাছের অন্তরালে টতাদের স্পষ্ট দেখা না গেলেও একজনকে জীবানন্দ নিশ্চয় চিনিতে পারিল, তিনি জনাৰ্দ্দন রায় । প্রৌঢ় স্ত্রীলোকটি খুব সম্ভব তাহার পত্নী এবং অপবটি তাহার কন্যা, হয়ত কোথাও গিয়াছিলেন, ম্যাজিস্টেট আসার সংবাদ পাইযা ত্ববা কবিয়া ফিরিয়াছেন। শুধ একটা কথা সে বুঝিতে পাবিল না, নিজেদেব ঘাট চাডিয। এতদয়ে আসিয়া নৌকা বাধিবার হেতু কি ! হয়ত সুবিধা ছিল না, হয়ত ভূল হষ্টয়াছে, হযত-বা ম্যাজিস্টেটেব দৃষ্টিপথে পড তাহাব ইচ্ছা নয়, কিন্তু সে যাই হোক, লোকটা যখন রায়মহাশয়, ও তাহার স্ত্রী ও কন্যা, তখন কষ্ট করিয়া বসিয়া থাকা নিম্প্রয়োজন মনে কবিয জীবানন্দ আবার শুইয়া পণ্ডিল । চোখ বুজিযা সে মনে মনে হাসিয়া কহিল, অপলাধের সাজা দিবাব মালিক কি এক আদালত ? এই মাষটিকে ম্যাজিস্টেটসাহেব হযত কখনো দেখে ও নাই, দেখিলেও হয়ত চিনিত না । তবুও BBB BB C BBBBB BBB BB S BS BBB BB BB B BBBB BBBS দণ্ডেব পরিমাণে ইহাই কি সামান্য ? সহসা কে একজন আসিয! তাতাপ শিয়বের দিকে বসিয়া পডাল চাপে তুচ্ছ ক্যাম্পখাটখানা মচ কবিয়া উঠিল । জীবানন্দ চমকিয়া চাহিয়া কহিল, কে ? বারান্দায় প্রবেশ করিবার পদশব্দও সে কাহাল ও পায় নাই, যে বসিযছিল সে তাহার কপালের উপব একটা হাত রাখিযা কহিল, আমি । জীবানন্দ হাত বাড়াইয়া সেইখনি নিজের দুৰ্ব্বল হাতের মধ্যে টানিয়া লইয়া অনেকক্ষণ চুপ করিখা রহিল। তাহাব পর আস্তে আস্তে বলিল, এই নৌকাতে তুমি এলে ? ईr ! রায়মশায় তোমাকে ধরে নিয়ে এলেন, তাকে বাচাতে ’ব ? হ্যা, কিন্তু সে হৈমর বাবাকে, জনাৰ্দ্দন রায়কে নয় । বুঝেচি। কিন্তু প্রজারা মকদ্দমা ছাড়বে কেন, সাগর স্বীকার করবে কেন ? 38