পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ চিনিতে পারিয়াছিল। সে বুড়া ছেলেটি তাহার আজ সকালেই স্বারে জাসিয়া উচ্চকণ্ঠে ডাক দিল, আমার মা-জননী কোথায় গো ? সন্তানের আহবানে ললিতা আজ কিছু বিত্রত হইয়া পড়িল । এখন শেখর ঘরে আছে, সে টাকা আনিতে যায় কিৰূপে ? এদিক সেদিক চাহিয়া মামীর কাছে গেল। মামী এইমাত্র ঝির সহিত বক-বকি করিয়া বিরক্ত-মুখে রাধিতে বসিয়াছিলেন, র্তাহাকে কিছু না বলিতে পারিয়া সে মুখ বাড়াইয়া দেখিল, ভিক্ষুক দোর-গোড়ায় লাঠিটি ঠেস্ দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে। ইতিপূৰ্ব্বে ললিতা কখনও তাং কে নিরাশ কবে নাই, আজ শুধু তাতে ফিরাইয়া দিতে তাহার মন সরিল না । ভিক্ষুক আবার ডাক দিল । আন্নাকালী ছুটিয়া আসিয়া সংবাদ দিল, সেজদি, তোমার সেই ছেলে এসেছে। ললিত বলিল, কালী, একটা কাজ কর না ভাই। আমার হাত জোড়া, তুই একটিবার ছুটে গিয়ে শেখরদাব কাছ থেকে একটা টাকা নিয়ে আয় । কালী চুটিয়া চলিয়া গেল, খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল, এই নাও ! ললিতা জিজ্ঞেস করিল, শেখরদা কি বললে রে ? কিছু না। আমাকে বললে চাপকানের পকেট থেকে নিতে, আমি নিয়ে এলুম। আর কিছু বললে না ? না, আর কিছু না, বলিয়া আন্নাকালী ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল । ললিতা ভিক্ষুক বিদায় করিল, কিন্তু অন্যদিনের মত দাড়াইয়া থাকিয় তাহার বাক্যচ্ছটা শুনিতে পারিল না—ভালই লাগিল না । এ কয়দিন তাহদের আড্ডা পূর্ণ-তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল। আজ সত্যসত্যই তাহার ভারি মন খারাপ হইয়া গিয়াছিল। বিকালবেলা কালীকে কাছে ডাবিয়া বলিল, কালী, তুই পড়া বলে নিতে শেখরদার ঘরে আর বাসনে ? কালী মাথা নাড়িয়া বলিল, ই যাই ত ! আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না ? না। ই ই, পরশু করেছিলে—তুমি দুপুরবেলা তাল খেল কি না ? ললিত উদ্বিগ্ন হইয় প্রশ্ন করিল, তুই কি বললি ? কালী বুলিল, তুমি পুরবেলা চারুদিদের বাড়ি তাল খেলতে যাও, তাই ३> रे