পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল, তাল-দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদ অফিসে যাননি ? কি জানি, চলে এসেচেন, বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপানে চাহিয়া কুষ্ঠিতভাবে বলিল, যাই সই-মা । মনোরম তাহার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর দু'হাত দেখে যা ! ললিতা ব্যস্ত হইয়া দাড়াইয়া বলিল, না সই-ম, ইনি তা হলে বড় রাগ করবেন, বলিয়া দ্রুতপদে চলিয়া গেল । গিরীন প্রশ্ন করিল, শেখরদা আবার কে দিদি ? মনোরম বলিলেন, ঐ যে স্বযুখের ফটকওয়াল বাড়িটা। গিরীন ঘাড় নাড়িয়া বলিল, ও—ওই বাড়ি ! নবীনবাবু ওঁদের আত্মীয় বুঝি ? মনোরম মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আত্মীয় কেমন । ললিতাদের ঐ ভিটেটুকু পৰ্য্যন্ত বুড়ো আত্মসাৎ করবার ফিকিরে बां८छ्न ! গিরীন আশ্চৰ্য্য হইয়া চাহিয়া রহিল। মনোরম তখন গল্প করিতে লাগিলেন, কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণবাবুর মেজ মেয়ের বিবাহ হইতেছিল না, পরে অসম্ভব স্থদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানি বাধা রাখিয়াছেন । এ টাকা কোনদিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায়ই গ্রহণ করিবেন। মনোরম সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন, বুড়োর জাস্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটা ভাঙিয়া ফেলিয়া ঐখানে ছোট ছেলে শেখরের জন্তে একটি বড় রকমের বাড়ি তৈরি করেন—তুই ছেলের দুই আলাদা বাড়ি—মতলব মন্দ নয় | ইতিহাস শুনিয়া গিরীনের ক্লেশ বোধ হইতেছিল, জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, গুরুচরণবাবুর আরও ত মেয়ে আছে, তাদেরি বা বিয়ে কি করে দেবেন ? মনোরম বলিলেন, নিজের ত আছেই, তা ছাড়া ললিতা। ওর বাপ-মা নেই, সমস্ত ভার ঐ গরীবের ওপর। বড় হয়ে উঠেচে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে সবাই জাছে—আমরা ৰেশ আছি গিরীন । গিরীন চুপ করিয়া রছিল, তিনি বলিতে লাগিলেন, সেদিন ললিতার কথা নিয়েই ওর মামী আমার কাছে কেঁদে ফেললে-কি কয়ে যে কি হবে তার কিছুই DB BB SBB BBBS BBD BBBBBDD BBB DDD DD DSDS DDS 总>臀