পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিণীতা ক্ৰোধে, অভিমানে, অপমানে পুড়িয়া মরিতেছিল ; বোধ করি এমন করিয়াই সংসারের সকল পুরুষ বিচার করে এবং এমনি করিয়াই দগ্ধ হয়। পুড়িয়া পুড়িয়া তাহার সাত দিন কাটিয়াছে, আজও সন্ধ্যার পর নিস্তব্ধ ঘরের মধ্যে সেই আগুন জালিয়া দিয়াই বসিয়াছিল, হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া মুখ তুলিয়াই তাহার হৃৎপিণ্ডটা লাফাইয়া উঠিল। কালীর হাত ধরিয়া ললিতা ঘরে ঢুকিয়া নীচে কাপেটের উপর স্থির হইয়া বসিল । কালী বলিল, শেখরদা, আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেচি—কাল আমরা চলে যাব । শেখর কথা কহিতে পারিল না, চাহিয়া রহিল। কালী বলিল, অনেক দোষ-অপরাধ তোমার পায়ে আমরা করেচি শেখরদl, সে-সব ভুলে যেয়ো । শেখর বুঝিল, ইহার একটি কথাও তাহার নিজের নহে, সে শেখানে কথা বলিতেছে মাত্র । জিজ্ঞাসা করিল, কাল কোথায় যাবে তোমরা ? পশ্চিমে। বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গের যাব—সেখানে গিরীনবাবুর বাড়ি আছে। তিনি ভাল হলেও আর আমাদের আসা হবে না, ডাক্তার বলেচেন, এ-দেশ বাবার সহ হবে না । শেখর জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন ? একটু ভাল, বলিয়া কালী আঁচলের ভিতর হইতে কয়েক জোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়। বলিল, জ্যাঠাইম আমাদের কিনে দিয়েচেন । ললিতা এতক্ষণ চুপ করিয়া ছিল, উঠিয়া গিয়া টেবিলের উপর একটি চাবি রাখিয়া দিয়া বলিল, আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল ; একটুথানি হাসিয়া বলিল, টাকাকড়ি ওতে নেই, সমস্ত খরচ হয়ে গেছে। শেখর চুপ করিয়া রহিল। কালী বলিল, চল সেজদি, রাত্তির হচ্ছে। ললিত কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, কালী, নীচে থেকে আমার জন্তে দুটো পান নিয়ে এস ত ভাই । ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুই বোস কালী, আমি এনে দিচ্ছি, বলিয়া দ্রুতপদে নামিয়া গেল। খানিক পরে পান আনিয়া কালীর হাতে দিল, সে শেখরকে দিয়া আসিল । চললুম শেখরদ, বলিয়া কালী পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্ৰণাম করিল। ኟ8©