পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কি-রে ? আজ রাত্রেই বোঁকে একখানা টেলিগ্রাম করে দিই, কাল সকালেই চলে আমুক । নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল—না, না, সে দরকার নেই। কেন নেই ? মেদিনীপুর ত বেশী দূর নয়, একবার আমুক, না হয় আবার চলে যাবে | না রে বিমল, না । সত্যিই তার দেহটা ভাল নেই—দুদিন জুড়োক। একটুখানি থামিয়া বলিল, আমি তোর কাছ থেকে ভাল না হতে পারি ত আর কিছুতেই পারব না। ই রে, আমি যে যাচ্চি, গগনবাৰু শুনেচেন ? বেশ যা হোক তুমি । তিনি ত এখনো অফিস থেকেই ফেরেননি। তবে | তবে আবার কি ? তোমার ভয় নেই দাদা, তার বেশ বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কহিল, বিমল, আমার যাওয়া ত হতে পারে না । বিমলা অবাকৃ হইয়া জিজ্ঞাসা করিল, কেন ? গগনবাবুর অমতে— আমন করলে মাথা খুড়ে মরব দাদা! একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে, আমাকে অপমান করচ ? অপমান করচি ! ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না ? বিমলা আবশ্যকীয় বস্ত্রাদি গুছাইয়া লইতেছিল, সলজে মাথা নাড়িয়া বলিল, না। দাদা, আজ ব্যথাটা টের পাচ্চ না, না ? একেবারে না। এ আট দিন তোমাদের কি কষ্টই না দিলুম—এখন বিদেয় কর ििक्षे । করব কার কাছে? আচ্ছা দাদা, এই ষোল-সতের দিনের মধ্যে বেী একখানা চিঠি পৰ্য্যন্ত দিলে না ? বা, দিয়েচেন বৈ-কি। পৌছান-সংবাদ দিয়েছিলেন, কালও একখানা পেয়েচি— বরং, আমিই জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নরেন্দ্র লজ্জায় কুষ্ঠিত হইয়া বলিতে লাগিল, সেখানে গিয়ে পৰ্য্যন্ত সে ভাল নেই—সর্দি-কাসি,—পরশু একটু জরের মত হয়েছিল, তবু তার ওপরেই চিঠি লিখেচেন। ఫిఆ8