পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দর্পচূৰ্ণ বুড়া ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বেগ-মলিন মুখখানির পানে চাহিয়৷ ঘাড়, নাড়িয় সায় দিলেন । ইন্দু কহিল, কিন্তু সম্পূর্ণ আরোগ্য হয়েচেন বলে আমার মনে হয় না। এই আপনার ফি-র টাকা—আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান, বড় উপকার হয় । ডাক্তার কিছু বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিল, ওঁর স্বভাব চিকিৎসা করতে চান না। ওষুধের প্রেস্ক্রিপসনট আমাকে লুকিয়ে দেবেন। তাকে একটু বুঝিয়ে বলবেন । ডাক্তার সম্মত হইয়া বিদায় লইলেন। রামটহল আসিয়া সংবাদ দিল, মাজী, বল্লভ স্তাকরা এসেচে । এসেচে ? এদিকে ডেকে আনে । ও বল্লভ, একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলুম, তুমি আমাদের বিশ্বাসী লোক—এই চুড়ি ক’গাছা বিক্রি করে দিতে হবে। বড় পুরোনো ধরণের চুড়ি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন এক-জোড়া কিনবো মনে কচ্চি । বেশ ত মা, বিক্রি করে দেব। নিক্তি এনেচ ত? ওজন করে দেখ দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমাকে কাল দিতে হবে। আমার দেরি হলে চলবে না । তাই দেব। বল্লভ চুড়ি হাতে করিয়া বলিল, এ যে একেবারে টাটকা জিনিস মা ! বেচলেই ত কিছু লোকসান হবে। তা হোক বল্লভ। এ গড়নটা আমার মনে ধরে না। আর দেখ, এ-সম্বন্ধে বাবুকে কোনও কথা ব’লো না । বাবুদের লুকাইয়া অলঙ্কার বেচা-কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। একটু হাসিয়া চুড়ি লইয়া গেল। Vo ডাক্তারবাবু, পাঁচ-সাত শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যাথাটা ত গেল না! গেল না ? কৈ, তিনি ত কিছু বলেন না ? জানেন ত, ঐ তার স্বভাব ; কিন্তু, আমি নিশ্চয় জানি, একটু ব্যথা লেগেই আছে —তা ছাড়া, শরীর ত সারচে না ! ኟማስ¢ ●矶一o@