পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোঝা নলিনীর যখন একটি ছোট পুত্র-সন্তান হইয়া মরিয়া যায়, সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হন্তে পরাইয়া দিয়াছিল ; সে-কথা মনে পড়িয়াছিল কি ? সত্যেন্দ্রনাথ আর পাবনায় যান না। যে কোন কারণেই হৌক মাতাঠাকুরাণী আর কাশীবাসী হইতে পারিলেন না। নূতন বধূর নাম ছিল বিধু। বিধু বোধ হয় পূৰ্ব্বজন্মে নলিনীর ভগিনী ছিল। や●"