পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগামী কাল বলাই ভাল যে, রুগী যখন মরে তখন আড়ালে ডাক্তারের বাপাস্ত করা ছাড়া গৃহস্থের আর কোন সাক্ষ্মনাই থাকে না । এককড়িও হাসলে এবং উভয়কেই নমস্কার করে বেরিয়ে গেল। মণিমালাকে আজ সে প্রথম নমস্কার করলে। আর কোনদিন করেনি । মিনিট পাচ-ছয় ঘরটা নিঃশব হয়ে রইলো । মণি বললে, কি রমেন, এবার বাপান্ত শুরু করবে নাকি ? রমেন বললে, সে নেপথ্যে। তবে প্রত্যক্ষে বলার আজ এইটে পেলাম যে, এত কাল রমেন্দ্রনাথের বিশ্বাস ছিল তার চেয়ে মহাশয় ব্যক্তি ভূ-ভারতে নেই। এতদিনে সেই অহঙ্কার চুর্ণ হ’লো। হ’লো ত ? হ্যা। অার একটা কথা বলবো ? ভয়ে না নিৰ্ভয়ে ? নিৰ্ভয়েই বলে । দাদার একটু বয়স হয়েছে, বেশ মানাবে, না—কিন্তু সংসারে মণিমালার বর যদি কেউ থাকে ত এই ব্যক্তি। মণি উচ্ছ্বসিত হয়ে বলে উঠলো, আহ রমেন, তোমার মুখে ফুল-চন্দন পড়ুক। পড়তেও পারে গো বন্ধু, পড়তেও পারে। কিন্তু আর না, উঠি । রাস্তায় একলা ঘুরে-ফিরে মাথাটা ঠাণ্ড করে নিই গে। নইলে সারারাত ঘুম হবে না। এই বলে সে ধীরে ধীরে উঠে পড়লো। দোর পর্য্যস্ত এগিয়ে ফিরে চেয়ে বলল, তোমার সতীলক্ষ্মী বিদুষী বান্ধবীদের একবার দেখাতে পারো না মণি ? পারি, কিন্তু কি হবে ? একটু বাজিয়ে দেখবো । সৰ্ব্বনাশ তুমি কি তাদের বিষ্ঠের পরীক্ষা নেবে না-কি ? ওগো না না। তোমাদের ও-দিকটা আমার জানা আছে, তুমি নিঃশঙ্ক হও । দীর্ঘদিন দেশছাড়া, ইতিমধ্যে দেশের মেয়েদের বহু পরিবর্তন, অর্থাৎ বহু উন্নতি ঘটেছে, এমনি একটি জনশ্রুতি বিদেশে থেকেই কানে পৌচেছে। শানে আছড়ালে র্তারা কি-রকম আওয়াজ দেন, অর্থাৎ খাদটা কি পরিমাণে মিশেছে দেখতে একটু সাধ হয় মণি । তারা তোমাকেও ত আছড়াতে পারেন ? তা-ও পারেন, বিচিত্র নয়।—এই বলে রমেম হেসে ঘর থেকে বেরিয়ে গেলো । ר 8סו