পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগামী কাল হে ? তিনদিন এলে না, এলে কথাটা নিশ্চয়ই শুনতে পেতে । আর যাকে সরাতেই হবে তাকে শীঘ্র সরানোই ভাল । অবিচার করিনি, তিনমাসের মাইনে বেশি দিয়ে দিয়েছি। এই দেখ রসিদ –এই বলে একটুকরো টিকিট-মারা কাগজ জলধির সামনে এগিয়ে দিয়ে বলতে লাগলো, শুনলাম সেও বাড়ি-ওয়ালাকে নোটিশ দিয়েছে। লোকটা ভাল, পনেরো দিনের কড়ারেই রাজি হয়েছে, একমাসের নোটিশ দাবী করেনি । - জলধি তিক্তকণ্ঠে বললে, ই, মহাশয় ব্যক্তি। মণি কোথায় যাবে কিছু জামিয়েছে ? না, বলেছে, চিঠি লিখে পরে জানাবে। তাকে জবাব দিলেন আপনি, কিন্তু আমার নাম করতে গেলেন কেন ? বেশ কথা! তুমি সেক্রেটারী, তোমার ঘোরতর আপত্তি তাকে না জানিয়ে চলে ? শুধু আমারই আপত্তি, আপনার নয় ? নিশ্চয় ? - জানিয়েছেন তাকে ? * - mew নিশ্চয় জামিয়েছি। জলধির মুখে আর কথা যোগালো না, শুধু স্তন্ধ হয়ে বসে রইলো । এককড়ি খসড়ার কাগজগুলো একে একে গুছিয়ে নিয়ে জলধির পানে এগিয়ে দিলে, বললে, পড়ে দেখ । লেখা শেষ হোক মা দাদা, ঢের সময় আছে। তার ঔদাসীন্তে এককড়ি বিস্ময়াপন্ন হয়ে বললে, কোথায় ঢের সময় । ছাপতে হবে, যেখানে যত মেম্বায় আছে সারকুলেট করতে হবে,—গড়িমসির ত কাজ নয়। এই দিকটায় আমার চোখ খুলে দিয়ে তুমি মন্ত কাজ করেছ, জলধি । সত্যই ত! চরিত্রই যদি ম রইলো ত স্নইলো কি ? সত্য দাড়াবে কিসের পরে ? এখন থেকে এই কুনামই হবে আমাদের সবচেয়ে বড় asset—সত্যিকার মূলধন। সত্য-সংক্রান্ত যে যেখানে আছে—পেড বা আনপেড —সকলেই বুঝবে এদিকে সেক্রেটারীর লেশমাত্র গাফিলতি নেই। সেই মণির মতে কাজের লোককেও বিদায় দিতে একমুহূৰ্ত্ত বিলম্ব করেনি। আমি তোমাকে congratulate করি জলধি । জলধি অন্তরে জলে গিয়ে বললে, আপনার ইচ্ছেটা কি মণির ব্যাপার আমরা ঢাক পিটে সৰ্ব্বত্র প্রচার করি ? ত না হোক, কিন্তু দলের লোক ত জানবেই, চাপা দেবে কি করে, আর দিয়েই বা লাভ হবে কি ? - $Ꮳó