পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रीकांग्रेौ कृष्ण ভূমি ভারি অসভ্য, রমেন। মেয়েদের সম্বন্ধে কখনও কি শ্রদ্ধার সঙ্গে কথা কইতে পারো না ? - - - - --> রমেন চুপ করে রইলো। মণি বলতে লাগলো, আমি আশা করেছিলাম আমাদের আলোচনায় তুমি যোগ দেবে, কিন্তু একটি কথা কইলে না, ওধারে গিয়ে রইলে। তোমার সম্বন্ধে ওঁরা কি ভেবে গেলেন কল্পনা করতে পারো ? না | ভেবে গেলেন একটি অস্তি জানোয়ার। ভেবে গেলেন এ পশুটাকে মণি যখনতখন তার ঘরের মধ্যে সহ করে কি করে । - - - উঃ– – কিসের উঃ-r - - ধরে, এই মেযে চারটির যদি কোনদিন বিয়ে হয় । উঃ– - - মণি রেগে বললে, বিয়ে ত হবেই একদিন । - ওঁরা-কি-চিরকাল আইয়ুড়ো থাকবেন না কি ? - - রমেন গম্ভীর হয়ে প্রশ্ন করলে, সে মতলব এদের নেই তাহলে ? ঠিক জানো ? মণি হেসে বলল, না নেই। ঠিক জানি। - উঃ– তোমার বুকে কি শেল বিখছেন-কি ? - - ই বিধছে। মানস-চক্ষে আমি সেই দুর্ভাগাগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই বলে সে একটা দীর্ঘশ্বাস মোচন করে চেয়ারে সোজা হয়ে উঠে বসলে । বললে, জানো মণিমালা, পরম জ্ঞানী Aristotle সম্বন্ধে একটা প্রবাদ আছে। কোথায় যেতে পথের ধারে একটা গাছের ডালে দেখতে পান, একটি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মুগ্ধ-চোখে চেয়ে থেকে বলেছিলেন, আহ, এমনি ফল যদি পৃথিবীর সমস্ত গাছের ডালে ফলতে, জগৎ স্বৰ্গ হয়ে যেত। ত্ৰিবিধ দুঃখ-নাশের মীমাংসা বুদ্ধদেব দিয়ে ; গেছেন ঘটে, কিন্তু দুনিয়াকে স্বর্গ করবার থিওরি একমাত্র তিনিই আবিষ্কার করে গেছেন ! ই জ্ঞানী বটে ! , রমেন ভেবেছিল, মণি খুব এক-চোট হাসবে, কিন্তু ফল হ’লে উণ্টো । দেখতে দেখতে তার মুখের চেহারা কঠোর হয়ে এলে, শান্ত গম্ভীর-স্বরে বললে, রমেন, তোমার এই কথাটা আমি চিরদিন মনে রাখবো । - রমেন অপ্রতিভ হয়ে বললে, কথা ত আমার নয় মণি, এরিস্টটলের। তা-ও সতি কি বানানো তা-ই বা কে জানে। - .. -- - না, সত্যি। তাও শুধু তারই নয়, সমস্ত পুরুষের মুখেই এই এক কথা। সেই বুড়ে Aristotle আজও আড়াই হাজার বছর পরে তোমার মধ্যে বেঁচে আছে। Wt\