পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় জেনা-পাওনা প্রথম প্রকাশ–মাসিক ভারতবর্ষ’—১৩২৭ সালের আষাঢ়—আশ্বিন, পৌষ ও চৈত্র ; ১৩২৮ সালের জ্যৈষ্ঠ, শ্রাবণ, কাৰ্ত্তিক ও চৈত্র ; ১৯২৯ সালের বৈশাখ— শ্রাবণ, আশ্বিন, কাৰ্বিক, মাঘ ও চৈত্র ; ১৩৩০ সালের বৈশাখ, আষাঢ় ও শ্রাবণ সংখ্যায়। পুস্তকাকারে প্রথম প্রকাশ—১৪ই আগস্ট, ১৯২৩ (স্থাত্র ১৩৩৯ )। পরিণীত। প্রথম প্রকাশ-১৩২০ সালের ফাঙ্কন সংখ্যা যমুনায়’ । পুস্তকাকারে প্রথম প্রকাশ-১ •ই আগস্ট, ১৯১৪ । ৰূপচুর্ণ প্রথম প্রকাশ-১৩২১ সালের মাঘ সংখ্যা ‘ভারতবর্ষ’ পত্রিকায় । পুস্তকের অন্তভুক্ত হইয়া প্রথম প্রকাশ-মেজদিদি পুস্তকের অন্তভূক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয় ১২ই ডিসেম্বর, ১৯১৫ ( অগ্রহায়ণ, ১৩২২ ) । বোঝা প্রথম প্রকাশ-১৩১৯ সালের কাৰ্ত্তিক—পৌষ সংখ্যা যমুনা’। পুস্তকের অন্তভূক্ত হইয়। প্রথম প্রকাশ–“কাশীনাথ’ পুস্তকের অন্তভূক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয় ১লা সেপ্টেম্বর, ১৯১৭ (ভাদ্র, ১৩২৪ ) বাল্য-স্মৃতি প্রথম প্রকাশ-১৩১৯ সালের মাঘ সংখ্যা ‘সাহিত্য’ । পুপ্তকের অন্তর্ভুক্ত হুইয়া প্রথম প্রকাশ—কাশীনাথ’ পুস্তকের গুপ্তভূক্ত হইয়৷ ইহার প্রথম প্রকাশ হয় ১লা সেপ্টেম্বর, ১৯১৭ ( ভাদ্র, ১৩২৪ )। Woo.