পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰছ গায়ে মানুষ নেই ? আজও জনাৰ্দ্দন রায় বেঁচে, আজও সৰ্ব্বেশ্বর শিরোমণি মরেনি, তা জানিস্ ! এই সকল অভিযোগ ও আস্ফালনের প্রতিবাদ করিবার তথায় কেহ ছিল না, বরঞ্চ তাহারই পোষকতায় রমণীগণের মধ্য হইতে বর্ষীয়সী কে একজন বলিয়া ফেলিল, হতভাগীকে বাট মেরে দূর কর শিরোমণিমশাই। বড় অহঙ্কার! বড় অহঙ্কার | জমিদারের বাগান-বাড়িতে এক রাত এক দিন কাটিয়ে এসে বলে কি-না বাবুর অসুখ হয়েছিল । হয়েই যদি থাকে ত তোর কি ? কিন্তু, বলিতে বলিতেই সহসা প্রতিমার প্রতি চক্ষু পড়িতেই তাহার ঈর্ষা-পীড়িত উচ্চুম্বল রসনা চক্ষের পলকে শাস্ত ও সংযত হইয়া গেল। নিজের দুই কান তিনি তৎক্ষণাৎ দুই হাতে স্পর্শ করিয়া কণ্ঠস্বর অত্যন্ত সুমিষ্ট ও কোমল করিয়া অতঃপর কহিতে লাগিলেন, মায়ের ভৈরবী, নিন্দে করলে মহাপাপ হবে, নিন্দে আমি করঢ়িনে, কিন্তু তাই বলে কি এতটা ভাল ! সাহেব ভালমানুষ, তাই ছেড়ে দিলে, নইলে মিথ্যের দায়ে নিজের বাপের হাতেই যে দড়ি পড়ত । কিন্তু ইহাতে উপস্থিত কেহই আর কথা যোগ করিল না । ষোড়শী যাহাই করুক সে যে চণ্ডীমাতার ভৈরবী এই সত্যটা হঠাৎ উপস্থিত হইয়া না পড়িলে কু-কথার প্রবাহটা বোধ করি এমন করিয়া তখনি থামিত না । কিন্তু তাই বলিয়া শিরোমণি মহাশয়ের রাগ পড়ে নাই, তিনি পুনশ্চ কি একটা বলিতে যাইতেছিলেন, হৈম মলিন অবসর মুখখানি তুলিয়া আস্তে আস্তে কহিল, ও সব কথা এখন থাকু শিরোমণি জ্যাঠামশাই! তাড়াতাড়ি ত নেই—এখন আমার ছেলের পূজোটি হয়ে যাক । তাই হোক, তাই হোক, বলিয়া শিরোমণি র্তাহার দুঃসহ বিরক্তি ও ক্রোধ তখনকার মত সংবরণ করিয়া চলিয়া গেলেন এবং হৈম অদূরে একধারে নিজীবের মত নিঃশব্দে বসিয় পড়িল । এই লজ্জাকর ও নিম্নতিশয় অপ্রিয়কর আলোচনা সে এইভাবে বদ্ধ করিয়া দিল সত্য, পুরোহিতও সাড়ম্বরে দেবীর পূজা করিয়া দিলেন, কিন্তু হৈম তাহার অন্তরের মধ্যে উৎসাহ বা আনন্দের লেশমাত্র খুজিয়ী পাইল না। তাহার পিত্তা ও লোকগুলোর দুর্ব্যবহারে এবং বিশেধ করিয়া ওই ব্রাহ্মণের জঘন্য ইতরতায় তাহার যেমন বিতৃষ্ণ জন্মিল, ষোড়শীর অদ্ভুত আচরণেও তাহার মনের ভিতরটা তেমনি অজ্ঞাত প্লানি ও সংশয়ের ব্যথায় পরিপূর্ণ হইয়া রাহল । তথাপি পুরোহিতের কাজটা কলের মত অবাধে চলিল। জাগ্রত দেবতার পূজা, বলিদান, হোম প্রভৃতি যাহা-কিছু অনেক সময় লইয়া সমস্তই ধীরে ধীরে সমাধা হইয়া শাগিল, তাহার পুত্রের কল্যাণে শুভকৰ্ম্মে কোথাও কোন বিম্বই ঘটিল না, কিন্তু ষোড়শী আর ফিরিল না । 够粤