পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রই অনতিবিলম্বে উভয়ে যখন নিকট-সম্মুখে আসিয়া দাড়াইলেন, তখন কাহারও মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। একটা অভ্যর্থন না, বসিতে বলার একটা সামান্ত ভদ্রতা-রক্ষা পৰ্য্যস্ত না। অথচ মনে মনে সকলেই যেন বিশেষ একটু চঞ্চল হইয়া উঠিলেন । শিরোমণির পর্ষ্যস্ত মনে হইতে লাগিল, কি যেন ঠিক হইল না— কিসে যেন ভারি একটা ক্রটি হইয়াছে, অথচ সবাই তেমনিই বসিয়া রহিলেন । মিস্টার বনুসাহেবের কাছে উভয় আগম্ভকই একেবারে সম্পূর্ণ অপরিচিত। মিনিট দুই-তিন তীক্ষ দৃষ্টি দ্বারা তিনি দুইজনকেই আপাদমস্তক বার বার নিরীক্ষণ করিলেন । এই ফকিরটির মাথার চুল হইতে দীর্ঘ দাড়ি-গোফ সমস্তই একেবারে তুষার-শুভ্র, অঙ্গে মুসলমান ফকিরের সাধারণ পোষাক । সচরাচর যাহা দেখা যায় তাহার অধিক কিছু নয়, অথচ মনে হয় এই সবল সুদীর্ঘ দেহের উপর এগুলি সমস্ত যেন তাদের সামান্য তাকে বহু উদ্ধে অতিক্রম করিয়া গেছে । র্তাহার গায়ের রঙ জলে ভিজিয়া এবং রৌদ্রে পুড়িয়া এমন একপ্রকার হইয়াছে, যাহা আগে কি ছিল কিছুতেই অনুমান করা যায় না। ফকিরের মুখ ও চোখের উপর সামান্য একটুখানি উংকষ্ঠিত কৌতুহলের ছায়। পড়িয়াছে বাটে, কিন্তু আরও একটু মন দিয়া দেখিলেই দেখা যায়, ইহারই অন্তরালে যে চিত্তখানি বিরাজ করিতেছে তাহা যেমন শাস্ত তেমনি নিরুদ্বেগ তেমনি ভয়হীন । ইহার পিছনে আসিয়া দাড়াইল যোড়শী। তাহার গৈরিক বস্ত্র, তাহার সুন্দর সুগঠিত, অনাবৃত মাথাটি ভরিয়া রুক্ষ বিস্রস্ত কেশভার, তাহার উপবাস-কঠিন যৌবন-সন্নদ্ধ দেহের সর্বপ্রকার বাহুল্য-বর্জিত আশ্চৰ্য্য সুষমা, সৰ্ব্বোপরি তাহার নত-নেত্রের অপরিদৃষ্ট বেদনার অনুক্ত ইতিহাস—সমস্ত একসঙ্গে মিশিয়। ক্ষণকালের জন্য সাহেবকে অভিভূত করিয়া ফেলিল । এই আচ্ছন্ন ভাবটা র্তাহার কাটিয়া গেল ফকিরের একটা কথার ধাক্কায় এবং সঙ্গে সঙ্গেই নিজের দুৰ্ব্বলতায় তিনি অকারণ লজ্জিত হইয় তাহার কথার জবাবে খামোকা রূঢ় হইয়া উঠিলেন। ফকির নিজেদের প্রথামত অভিবাদন করিয়া যখন জিজ্ঞাসা করিলেন, বাবুসাহেব, আপনি কি ডেকে পাঠিয়েছিলেন ? বাবুসাহেব তখন উত্তর দিলেন, তোমাকে ডেকে পাঠাইনি, তুমি যেতে পারে। ফকির রাগ করিলেন না । একটু হাসিয়া ষোড়শীকে দেখাইয়া শাস্তস্বরে বলিলেন, আসামীকে কিন্তু আমিই হাজির করেচি বাবুসাহেব । উনি ত আসতেই চাননি। নেহাৎ দোষ দেওয়াও যায় না, কারণ সবাই মিলে হট্টগোল করে যে বিচার তাতে বিচারের চেয়ে অবিচারই বেশি হয়। আর সেও ত সকালবেলায় একদফা সাঙ্গ হয়েছিল। কিন্তু আপনার নাম গুনে আমি বললুম, চল মা আমরা মাই। তিনি আইনজ্ঞ মানুষ, তাতে বাইরের লোক—যদি সম্ভব হয় তিনি মুমীমাংসাই করে দেবেন। 建制