পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আছে । তাড়াবার আমার ক্ষমতা আছে কি না জানিনে, কিন্তু আপত্তি বিশেষ নেই। কিন্তু আর কোন একটা অজুহাত তৈরি করা যায় না ? দেখুন না চেষ্টা করে। বরঞ্চ আমাদের এককড়িটিকেও না হয় সঙ্গে নিন, এ-বিষয়ে তার বেশ একটু সুনাম আছে । কথা শুনিয়া সকলে অবাক হইয়া গেল। হুজুর একটু থামিয়া কহিলেন, এদের সতীপনার কাহিনী অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ, সুতরাং তাকে আর নাড়া-চাড়া করে কাজ নেই । ভৈরবী থাকলেই ভৈরব এসে জোটে এবং ভৈরবীদেরও ভৈরব নইলে চলে না, এ অতি সনাতন প্রথা—সহজে টলানো যাবে না। দেশশুদ্ধ ভক্তের দল চটে যাবে, হয়ত দেবী নিজেও খুশী হবেন না—একটা হাঙ্গামা বেধে যাবে। মাতঙ্গ ভৈরবীর গোটা-পাঁচেক ভৈরবও ছিল এবং তার পূৰ্ব্বে যিনি ছিলেন র্তার নাকি হাতে গোনা যেতে না । কি বলেন শিরোমণিমশাই, আপনি ত এ অঞ্চলের প্রাচীন ব্যক্তি, জানেন ত সব ? এই বলিয়া তিনি শিরোমণি অপেক্ষা রায়মহাশয়ের প্রতি বিশেষ করিয়া কটাক্ষপাত করিলেন। এ প্রশ্নের কেহ উত্তর দিবে কি, সকলে যেন বুদ্ধি-বিহবল হইয়া গেল। জমিদারের কণ্ঠস্বর সোজা না বাকা, বক্তব্য সত্য না মিথ্যা, তাৎপৰ্য্য বিদ্রুপ না পরিহাস, তামাসা না তিরস্কার, কেহ ঠাহর করিতেই পারিল না। সম্মুগের বারান্দা ঘুরিয়া একজন ভদ্রবেশধারী সৌধীন যুবক প্রবেশ করিল। হাতে তার ইংরেজী বাঙলা কয়েক থান সংবাদপত্র এবং কতকগুলো খোল। চিঠিপত্র। জীবানন্দ দেখিয়া কহিলেন, কি হে প্রফুল্ল, এখানেও ডাকঘর আছে নাকি ? আ:– কবে এইগুলো সব উঠে যাবে ? প্রফুল্ল ঘাড় মাড়িয়া কহিল, সে ঠিক ! গেলে আপনার সুবিধে হতো। কিন্তু সে যখন হয়নি তখন এগুলো দেখবার কি সময় হবে ? জীবানন্দ কিছুমাত্র আগ্রহ প্রকাশ না করিয়া কহিলেন, না, এখনও হয় না, অন্য সময়েও হবে না। কিন্তু অনেকটা বাইরে থেকেই উপলব্ধি হচ্চে । এই যে হীরালাল-মোহনলালের দোকানের ছাপ | পত্ৰখানি তার উঞ্চিলের, না একেবারে আদালতের হে ? ও খামখানা তো দেখচি সলোমন সাহেবের । বাবা, বিলিতি সুধার গন্ধ যেন কাগজ ফুড়ে বার হচ্ছে । কি বলেন সাহেব, ডিক্ৰীজারি করবেন, না এই রাজবপুখানি নিয়ে টানা-হেঁচড়া করবেন—জানাচ্চেন ? আঃ—সেকালের ব্রাহ্মণ্য তেজ যদি কিছু বাকী থাকতো ত এই ইহুদি বেটাকে একেবারে ভস্ম করে দিতাম । মদের দেলা তার শুধতে হ’তে না । প্রফুল্ল ব্যাকুল হইয়া উঠিল, কি বলচেন দাদা ? থাক্, থাক্, আর একসময়ে আলোচনা করা যাবে। এই বলিয়া সে ফিরিতে উদ্যত হইতেই জীবানন্দ সহাস্তে কহিলেন, আরে লজ্জা কি ভায়া, এরা সব আপনার লোক, জ্ঞাতিগোষ্ঠী, এমনকি 象事