পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াইতে পারিবে । মনে করিতেছি সে-ই প্রমীলার মাস্টার থাকুক। মাধবী আপত্তি করিল না। সন্ধ্যার পর তাহাকে ডাকিয়া আনাইয়া ব্ৰজবাবু তাহাই বলিয়া দিলেন। পরদিন হইতে মুরেন্দ্রনাথ প্রমীলাকে পড়াইতে লাগিল। প্রমীলার বয়স সাত বৎসর। সে বোধোদয় পড়ে। বড়দিদি মাধবীর নিকট ফাস্ট বুকের ভেকের গল্প পৰ্যন্ত পড়িয়াছিল। সে খাতা-পত্র, বই, শ্লেট, পেন্সিল, ছবি, লজেঞ্জেস প্রভৃতি আনিয়া পড়িতে বসিল । Do not move—oxostos afāqi sãň- Do not move— নড়িও না। প্রমীলা পড়িতে লাগিল, Do not move—নড়িও না। তাহার পর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া শ্লেট টানিয়া লইল—পেন্সিল হাতে করিয়া অীক পড়িয়া বসিল। প্রবলেমের পর প্রবলেমের সলভ হইতে লাগিল-ঘড়িতে সাতটার পর আটট, তার পর নয়টা বাজিতে লাগিল। প্রমীলা কখনও এ-পাশ কখনও ও-পাশ ফিরিয়া, ছবির পাতা উন্টাইয়া, শুইয়া বসিয়া লজেঞ্চেস মুখে পুরিয়া নিরীহ ভেকের সর্বাঙ্গে মসীলিপ্ত করিতে করিতে পড়িতে লাগিল, Do not move.—Afg's Al মাস্টারমশাই বাড়ি যাই ? যাও । সকাল বেলাটা তাহার এইরূপেই কাটে। কিন্তু, দুপুরবেলায় কাজটা একটু ভিন্ন প্রকৃতির। চাকুরির যাহাতে উপায় হয়, এজন্য ব্ৰজবাবু অনুগ্রহ করিয়া দু-একজন ভদ্রলোকের নামে খান-কতক পত্র দিয়াছিলেন। স্বরেন্দ্রনাথ এইগুলি পকেটে করিয়া বাহির হইয়া পড়ে। সন্ধান করিয়া তাহদের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয় । দেখে, কত বড় বাড়ি, কয়টা জানালা, বাহিরে কতগুলি ঘর, দ্বিতল কি ত্রিতল, সম্মুখে কোন ল্যাম্প-পোস্ট আছে কিনা, তাহার পর সন্ধ্যার পূৰ্ব্বেই ফিরিয়া আসে। কলকাতায় আসিয়াই সে কতকগুলি পুস্তক ক্রয় করিয়াছিল, বাড়ি হইতেও কতকগুলি লইয়া আসিয়াছিল, এখন সেইগুলি সে গ্যাসের আলোকে অধ্যয়ন করিতে থাকে। ব্ৰজবাৰু কাজকর্মের কথা জিজ্ঞাসা করিলে, হয় চুপ করিয়া থাকে, না হয় বলে, ভদ্রলোকদিগের সহিত সাক্ষাৎ হয় না । שפיג