পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शसृििन মাধবীর সদাপ্রফুল্ল মুখ যেন মুহূর্তের জন্য মলিন হইল, কিন্তু তখনি হালিয়া কহিল, তোমার মাস্টারকে বলে দিয়ে, তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেবো । দূর পাগলি, তা কি বলতে আছে। তিনি হয় ত কিছু মনে করবেন। তবে কি বলব না ? না । শিবচন্দ্র মাধবীর দাদা। মাধবী একদিন তাহাকে ধরিয়া বলিল, দাদা, প্রমীলার মাস্টার রাতদিন কি পড়ে, জানো ? শিবচন্দ্র বি. এ. ক্লাসে পড়ে ! ক্ষুদ্র প্রমীলার শিক্ষক-শ্রেণীর লোকগুলা তাহার গ্রাহের মধ্যেই নহে। উপেক্ষা করিয়া বলিল, নাটক-নভেল পড়ে, আর কি পড়িবে ? মাধবীর বিশ্বাস হইল না। প্রমীলাকে দিয়া একখানা পুস্তক লুকাইয়া আনিয়া, তাহার দাদার হাতে দিয়া বলিল, নাটক-নভেল ব’লে ত বোধ হয় না ! শিবচন্দ্র আগাগোড়া কিছু বুঝিল না, শুধু এইটুকু বুঝিল যে, ইহার একবিন্দুও তাহার জানা নাই এবং এখানি গণিতের পুস্তক । ভগিনীর নিকট সম্মান হারাইতে তাহার প্রবৃত্তি হইল না। কহিল, এটা অঙ্কর বই, ইস্কুলে নীচের ক্লাশে পড়া হয় । বিষন্নমুখে মাধবী প্রশ্ন করিল, কোন পাশের পড়া নয় ? কলেজের বই নয় ? শুষ্ক হাসিয়া শিবচন্দ্র বলিল, না-কিছুই নয় –কিন্তু সেইদিন হইতে শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনও স্বরেন্দ্রর সম্মুখে পড়িত না । মনে মনে ভয় ছিল, পাছে সে কোন কথা জিজ্ঞাসা করিয়া ফেলে, পাছে সব কথা প্রকাশ হইয়া পড়ে, এবং পিতার আদেশে তাহাকে প্রাতঃকালটা প্রমীলার সহিত একসঙ্গে এই মাস্টারটার নিকট খাতাপেনসিল লইয়া বসিয়া থাকিতে হয়। কিছুদিন পরে মাধবী পিতাকে কহিল, বাবা, আমি দিন-কতকের জন্য কাশী যাব ৷ ব্ৰজবাবু চিন্তিত হইয়া উঠিলেন,—সে কি মা ? তুমি কাশী গেলে এ সংসারের কি হইবে ? মাধবী হাসিয়া বসিল, আমি আবার ত আসিব, একেবারে যাইতেছি না ত । মাধবী হাসিল । পিতার চক্ষে কিন্তু জল আসিতেছিল। মাধবী বুঝিতে পারিল, এরূপ কথা বলা অন্যায় হইতেছে। সামলাইয়া লইবার জন্য কহিল, শুধু দিন-কতকের জন্য বেড়াইয়া আসিব । তা যাও-কিন্তু মা, সংসার চলবে না। X Bat هة لاسسtة ج