পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আপনি অমন ক’রে বাড়ির ভিতর গিয়েছিলেন কেন ? যেতে নেই, না ? তা কি যেতে হয় ? দিদি খুব রাগ করেছে। স্বরেন্দ্র পুস্তকখানা বন্ধ করিয়া বলিল, তাই ত— তারপর একদিন দুপুরবেলা মেঘ করিয়া ঝড় জল আসিল। ব্রজরাজবাবু আজ ছদিন হইল বাড়ি নাই, জমিদারী দেখিতে গিয়াছিলেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না, প্রমিলাও বড় উপদ্রব করিতেছিল, মাধবী তাহাকে ধরিয়াকছিল,প্রমীলা,তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস । প্রমীলা একেবারে কাঠ হইয়া গেল। মাধবী বলিল, নিয়ে আয়। বড়দিদি, রাত্তিরে আনব । o - না, এখনি আন । নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনিতে গেল। আনিয়া বলিল, মাস্টারমশায় কিছুই পড়ায়নি—খালি আপনি পড়ে। মাধবী জিজ্ঞাসা করিতে বসিল । আগাগোড়া জিজ্ঞাসা করিয়া বুঝিল যে সত্যই মাস্টারমশায় কিছুই পড়ান নাই ; অধিকন্তু সে যাহা শিখিয়াছিল, শিক্ষক নিযুক্ত করিবার পর, এই তিন-চারিমাস ধরিয়া বেশ ধীরে ধীরে সবটুকু ভুলিয়া গিয়াছে। মাধবী বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল, বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে আয় ত, কেন প্রমীলাকে এতদিন একটুও পড়াননি ? বিন্দু যখন জিজ্ঞাসা করিতে গেল, মাস্টার তখন প্রবলেম ভাবিতেছিল। বিন্দু কহিল, মাস্টারমশায়, বড়দিদি বলচেন যে, আপনি ছোটদিদিকে কিছু পড়াননি কেন ? মাস্টারমশায় শুনিতে পাইল না। এবার বিন্দু জোরে বলিল, মাস্টারমশায় ? কি ? বড়দিদি বলচেন— কি বলচেন ? ছোটদিদিকে পড়াননি কেন ? অন্তমনস্ক হইয়া সে জবাব দিল,—ভাল লাগে না । বিন্দু ভাবিল, মন্দ নয়। একথা সে মাধবীকে জানাইল। মাধবীর রাগ হইল, সে নীচে আসিয়া দ্বারের অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল, ছোটদিদিকে একেবারে পড়াননি কেন ? কথাটা বার দুই-তিন জিজ্ঞাসা করিবার পরে, সুরেন্দ্রনাথ কহিল, জামি •jच्चर्य न ! মাধবী ভাবিল, এ কেমন কথা। 36 a