পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড়দিদি বিন্দু বলিল, তবে আপনি কি জন্য আছেন ? না থাকলে কোথা যাব ? তবে পড়ান না কেন ? স্বরেন্দ্রনাথের এবার চৈতন্য হইল! ফিরিয়া বসিয়া কহিল, কি বলচ ? বিন্দু এতক্ষণ ধরিয়া কি কহিতেছিল, তাহাই আবার আবৃত্তি করিল। সুরেন্দ্রনাথ তখন কহিল, সে ত রোজ পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন কি ? না। আমার সময় হয় না । তবে এ বাড়িতে কেন আছেন —স্বরেন্দ্র চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল। আপনি আর পড়াতে পারবেন না ? না। আমার পড়াতে ভাল লাগে না । মাধবী ভিতর হইতে কহিল, জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছা কথা বলে আসছেন ? বিন্দু তাহাই কহিল। শুনিয়া স্বরেন্দ্রের প্রব লেমের জাল একেবারে ছিন্ন হইয়া গেল। একটু দুঃখিত হইল, একটু ভাবিয়া বলিল, তাই ত, বড় ভূল হয়েছে। এই চার মাস ধরে ক্রমাগত ভুল ? হ্যা, তাই ত হয়েছে দেখছি—তা কথাটা আমার তত মনে ছিল না। পরদিন প্রমীলা পডিতে আসিল না, স্বরেন্দ্রেরও তত মনে হইল না । তার পরদিনও আসিল না—সেদিনও অমনি গেল । তৃতীয় দিবস প্রমীলাকে না দেখিতে পাইয়া, স্বরেন্দ্রনাথ একজন ভূতাকে কহিল, প্রমীলাকে ডেকে আন । ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোটদিদি আর আপনার কাছে পড়বেন না । কার কাছে তবে পড়বে ? তৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে। বেল। তখন নয়টা বাজিয়াছিল। স্বরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবিয়া চিস্তিয়া দুই-তিনখানা বই বগলে চাপিয়া উঠিয়া দাড়াইল। চশমাট খাপে পুরিয়া টেবিলের উপর রাখিয়া দিল, তারপরে ধীরে ধীরে চলিয়া গেল। তৃত্য কহিল, মাস্টারবাবু, এ সময়ে কোথায় যাচ্ছেন ? বড়দিদিকে বলে দিও, আমি যাচ্ছি। আর আসবেন না ? স্বরেন্দ্রনাথ এ-কথা শুনিতে পাইল না। বিনা উত্তরে ফটকের বাহিরে আসিয়া Ꮌ{ Ꮌ