পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

राष्ट्रिि মাধবী হাসিল, বলিল—সে কি কথা দাদা ? তা নয়; যদি কোন অশুভক্ষণে, যদি কোনদিন মুখ থেকে অসাবধানে किहू-- না দাদা, সে-সব কিছু নয় । সত্যি কথা ? সত্যি | তবে যা । তোর নিজের বাড়ি যেতে আর মান করব না। যেখানে ভাল লাগে— । তবে সৰ্ব্বদা সংবাদ দিতে ভূলিস্নি। প্রথমে মাধবী কাশী গিয়া ভাগিনেয়কে সঙ্গে লইল, তাহার পর তাহার হাত ধরিয়া গোলাগায়ে আসিয়া এই দীর্ঘ সাত বৎসর পরে স্বামী-ভবনে প্রবেশ করিল। তখন গোলাগায়ে চাটুয্যে মহাশয়ের বড় বিপদ ঘটিল। তিনি এবং যোগেন্ত্রের পিতা উভয়ে বড় বন্ধু ছিলেন। তাই মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমি-জায়দাদ্ধ ছিল, তঁrহারই হাতে দিয়া গিয়াছিলেন। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন, যোগেন্দ্র সে সবলের বিশেষ কোন সংবাদও লইত না। শ্বশুরমহাশয়ের অনেক টাকা, তাই এত ক্ষুদ্র পিতৃ দত্ত বিষয়টুকু তাহার যত্বর বাহিরে ছিল। তাহার পর সে মরিবার পর চাটুয্যে মহাশয় ন্যায্য অধিকারে বিনা বাধায় সে-সকল ভোগদখল করিতেছিলেন । এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার স্বশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাধাইয়া দিল। স্বতরাং, চাটুয্যে মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হুইল, এবং মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে, তাহাও তিনি স্পষ্ট বুঝতে পারিলেন। নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন, তাই ত বেীমা, তোমার দু'বিঘা যে জমি আছে, তার দশ বংসরের খাজনা মায় স্বদশুদ্ধ একশত টাকা বাকী আছে, সেটা না দিলে জমি নিলাম হবার মত হয়েচে । মাধবী ভাগিনেয় সন্তোষকুমারকে দিয়া বলাইল যে, টাকার জন্য চিন্তা নাই এবং অবিলম্বে একশত টাকা বাহিরে পাঠাইয়া দিল। অবশ্য এ টাকা চাটুধ্যে মহাশয়ের জন্য কাজে লাগিল । মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে, সে সন্তোধকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু দুই বিঘা জমির উপর নির্ভর করিয়া তাহার স্বৰ্গীয় শ্বশুরমহাশয়ের গ্রাসাচ্ছাদন চলিত না, স্বতরাং বাকী যে সব জমি-জায়গা আছে, তাহা কোথায় এবং কাহার নিকট আছে ? Sto