পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

राष्ट्रनेिि ংরেজনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়৷রছিলেন, তাহার পর বাহিয়ে চলিয়া গেলেন, কাছারি-ঘরে মথুরবাবুর সহিত সাক্ষ্যং হইল। প্রথমে জিজ্ঞাসা করিলেন, গোলাগায়ে কার সম্পত্তি নিলাম হয়েছে ? মৃত রামতন্থ সান্তালের বিধবা পুত্রবধুর । কেন ? দশ বছরের মাল-গুজারি বাকী ছিল । কই খাতা দেখি ? মথুরানাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল ; তা হার পর কহিল, খাতা-পত্ৰ এখনও পাবনা থেকে আনা হয়নি । আনতে লোক পাঠাও। বিধবার থাকবার স্থানটুকু পৰ্য্যন্ত রাখোনি ? বোধহয় নেই । তবে সে কোথায় থাকবে ? মথুরানাথ সাহস সঞ্চয় করিয়া কহিল,এতদিন যেখানে ছিল,সেখানেখাকবে বোধহয়। এতদিন কোথায় ছিল ? কলিকাতায় । তাহার পিতার বাটীতে । পিতার নাম কি জান ? জানি। ব্রজরাজ লাহিড়ী । বিধবার নাম ? মাধবী দেবী । নতমুখে স্বরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন । মথুরানাথ তাৰগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি হ’ল ? স্বরেন্দ্রনাথ সে কথার কোন উত্তর না দিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন, একটা ভাল ঘোড়া, শীঘ্র জিন কবিতে বল—আমি এখুনি গোলাগায়ে যাব। এখান থেকে গোলাগ কতদূর জান ? —প্রায় দশ ক্রোশ । - এখন নটা বেজেছে—একটার মধ্যে পৌছতে পারবো । ঘোড়া আলিলে তাহাতে চড়িয়া বলিয়। কহিলন, কোন দি কে ? —উত্তর দিকে, পরে পশ্চিমে যেতে হবে । তাহার পর চাবুক খাইরা ঘোড় ছুটিা বাহির হইয়া গেল । ७ कथl उनेिब्रा "fछि ठेtपूब-घ:ब बांधl धूक्लिद्रां द्रक्व दाश्द्रि क३िण,-áा कूद्र, dरे তোমার মনে ছিল । আর কি ফিরে পাব ! তাহার পর দুজন পাইক ঘোড়ায় চড়িয়া গোলার্গ উদেশে ছুটিয়া গেল । ՖՊՓ