পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ইন্দ্ৰ কহিল, একটু বোস শ্ৰীকান্ত ; আমি এধ খুনি ফিরে আস্ব—তোর কিছু ভয় নেই। এই পাড়ের ওধারেই জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করিয়া শেষে এইখানে আসিয়া ফেল করিবার আমার ইচ্ছা ছিল না। বিশেষতঃ মানুষের এই কিশোর বয়সটার মত এমন মহাবিস্ময়কর বস্তু বোধ করি সংসারে আর নাই। এমনিই ত সৰ্ব্বকালেই মামুষের মানসিক গতিবিধি বড়ই দুঞ্জে'য় ; কিন্তু কিশোর-কিশোরীর মনের ভাব বোধ করি একেবারেই অজ্ঞেয় । তাই বোধ করি, ঐ বৃন্দাবনের সেই দুটি কিশোর-কিশোরীর কৈশোরলীলা চিরদিনই এমন রহস্তে আবৃত হইয়া রহিল। বুদ্ধি দিয়া তাহাকে ধরিতে না পারিয়া, তাহাকে কেহ কহিল ভালো, কেহ কহিল মন্দ,—কেহ নীতির, কেহ বা রুচির দোহাই পাড়িল -আবার কেহ বা কোন কথাই শুনিল না—তর্কাতর্কির সমস্ত গণ্ডি মাড়াইম্বা ডিঙ্গাইয়া বাহির হইয়া গেল । যাহারা গেল, তাহারা মজিল, পাগল হইল, নাচিলা, কাদিয়া, গান গাহিয়া সব একাকার করিয়া দিয়া সংসারটাকে যেন একটা পাগলাগারদ বানাইয়া ছাড়িল । তখন যাহারা মন্দ বলিয়া গালি পাড়িল, তাহারাও কহিল, এমন রসের উৎস কিন্তু আর কোথাও নাই । যাহাদের রুচির সহিত মিশ ধায় নাই, তাহারও স্বীকার করিল, এই পাগলের দলটি ছাড়া সংসারে এমন গান কিন্তু আর কোথাও শুনিলাম না । কিন্তু এমন কাও যাহাকে আশ্রয় করিয়া ঘটিল—সেই যে সৰ্ব্বদিনের পুরাতন, অথচ চিরনূতন—বৃন্দাবনের বনে বনে দুটি কিশোর-কিশোরীর অপরূপ লীলা—বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র, যুক্তিফল যাহার তুলনায় বারীশের কাছে বারিবিন্দুর মতই তুচ্ছ —তাহার কে কবে অস্ত ধুজিয়া পাইল ? পাইল না, পাওয়াও যায় না। তাই বলিতেছিলাম, তেমনি সেও ত আমার সেই কিশোর বয়স ! যৌবনের তেজ এবং দৃঢ়তা না আমুক, তাহার দম্ভ ত তখন আসিয়া হাজির হইয়াছে ! প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ত হৃদয়ে সজাগ হইয়াছে । তখন সঙ্গীর কাছে ভীরু বলিয়া কে নিজেকে প্রতিপন্ন করিতে চাহে । অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, ভয় করব আবার কিসের ? বেশ ত যাও না। ইক্স আর দ্বিতীয় বাক্যব্যয় না করিয়া দ্রুতপদে নিমেষের মধ্যে অদৃপ্ত হইয়া গেল । উপরে মাথার উপর আবার সেই আলো-আঁধারের লুকোচুরি খেলা এবং পশ্চাতে বহুদূরাগত সেই অবিশ্রাপ্ত তর্জন । আর স্বমুখে সেই বালির পাড় । এট। কোন্‌ জায়গা, তাই ভাবিতেছি, দেখি ইন্দ্র ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। কহিল, ঐকাণ্ড, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আগে, খবরদার সিনে—খবরদার, ব’লে দিচ্ছি। ঠিক জামার মত হয়ে যদি কেউ 을》,