পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ীিকান্ত গাছের ছায়ার মধ্যে আসিয়া পড়ায়, অদূরেই সেই ঘাটটি চোখে পড়িল । যেখানে আমাদের অবতরণ করিতে হইবে, তাহার উপর ধে গাছপালা নাই, স্থানটি মান জ্যোৎস্নালোকেও আলোকিত হুইয়া আছে,—দেখিয়া অত দুঃথেও একটু আরাম বোধ করিলাম। ঘাটের কাকরে ডিঙি ধাক্কা না খায়, এইজন্য ইন্দ্ৰ পূৰ্ব্বায়েই প্রস্বত হইয়া মূখের কাছে সরিয়া আসিল এবং লাগিতে না লাগিতে লাফাইরা পড়িয়াই একটা ভয়জড়িত স্বরে ‘ইসৃ’ করিয়া উঠিল । আমিও তাহার পশ্চাতে ছিলাম, সুতরাং উভয়েই প্রায় একসময়েই সেই বস্তুটির উপর দৃষ্টিপাত করিলাম। তবে সে নীচে, আমি নৌকার উপরে। অকালমৃত্যু বোধ করি আর কখনও তেমন করুণভাবে আমার চোখে পড়ে নাই । ইহা যে কত বড় হৃদয়ভেদী ব্যথার আধার, তাহা তেমন করিয়া না দেখিলে বোধ করি দেখাই হয় না। গভীর নিশীথে চারিদিক নিবিড় শুদ্ধতার পরিপূর্ণ— শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের অন্তরালে শ্মশানচারী শৃগালের ক্ষুধার্ত কলহচীংকার, কখন বা বৃক্ষোপবিষ্ট অৰ্দ্ধমুপ্ত বৃহৎকায় পক্ষীব পক্ষতাড়নশা, আর বহুদূরাগত তীব্র জলপ্রবাহের অবিশ্রাম ছ'ছ-হু আৰ্ত্তনাদ-ইহার মধ্যে দাড়াইয়। উভয়েই নিৰ্ব্বাক, নিস্তব্ধ হইয়া, এই মহাকরুণ দৃশুটির পানে চাহিয়৷ রছিলাম। একটি গৌরবর্ণ ছয়-সাত বৎসরের হৃষ্টপুষ্ট বালক-তাহার সর্বাঙ্গ জলে ভাসিতেছে, শুধু মাথাটি ঘাটের উপর। শৃগালেরা বোধ করি জল হইতে তাহাকে এইমাত্র তুলিতেছিল, শুধু আমাদের আকস্মিক আগমনে নিকটে কোথাও গিয়া অপেক্ষা করিয়া আছে। খুব সম্ভব তিন-চারি ঘণ্টার অধিক তাহার মৃত্যু হয় নাই। ঠিক যেন বিস্বfচকার নিদারুণ যাতনা ভোগ করিয়া সে বেচারা মা-গঙ্গার কোলের উপরেই ঘুমাইয়া পড়িয়াছিল। মা অতি সস্তপণে তাহার স্বকুমার নধর দেহটিকে এইমাত্র কোল হইতে বিছানায় শোয়াইয়া দিতেছিলেন। জলে স্থলে বিন্যস্ত এমনিভাবেই সেই ঘুমন্ত শিশু-দেহটির উপর আমাদের চোখ পড়িয়াছিল। তুলিয়া দেখি, ইন্দ্রের দুইচোখ বাহিয়া বড় বড় অশ্রুর ফোট ঝরিয়া পড়িতেছে। gল, কহিল, তুই একটু সরে দাড়া শ্ৰীকান্ত, আমি এ-বেচারাকে ডিঙিতে তুলে ঐ চড়ার 4ಿ মধ্যে জলে রেখে আসি । চোখের জল দেখিবামাত্র আমার চোখেও জল আসিতেছিল সত্য ; কিন্তু ছোয়াছুয়ির প্রস্তাবে আমি একেবারে সঙ্কুচিত হইয় পড়িলাম। পরন্থঃখে ব্যথা পাইয়া চোখের জল ফেলা সহজ নহে, তাহ অস্বীকার করি না ; কিন্তু তাই বলিয়া সেই দুঃখের মধ্যে নিজের দুই হাত বাড়াইয়া আপনাকে জড়িত করিতে ৰাওয়া—সে ঢের বেশী কঠিন কাজ ! তখন ছোট-বড় কত জায়গাতেই ন টান ধরে। 는 sمس۳۲چ