পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ बननैौ उांशद्र बूथ अक्ष्ण तिब्र काशी निषाञ्चन कबेिट्नन, ७ष९ *उँौंद्र श्रेष्ठ কহিলেন, বাছা সব জেনে-গুনে কি কাদতে আছে ? কস্তা জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল, মা— তা হোক। মায়ের জন্তে যদি মাকে ভুলতে হয়, সেই ত মাতৃভক্তি মা ! চন্দ্রনাথ অনুরোধ কৰিলেও তিনি ইহাই বলিলেন। কাশী ছাড়িয়া তিনি অtল্প কোথাও যাইতে পারিবেন না । চশ্রনাথ বলিল, একাস্ত যদি অঙ্কজ না যাবেন, তবে অস্ততঃ স্বাধীনভাবে কাশীতে বাস করুন । বামুন-ঠাকুরুণ তাহাও অস্বীকার করিয়া বলিলেন, হরিয়াল ঠাকুর আমাকে মেয়ের মত যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন, আমিও তাকে পিতার মত ভক্তি করি ; র্তাকে কিছুতেই ত্যাগ করতে পারব না। চন্দ্রনাথ বুঝিল, দুঃখিনীর আত্ম-সন্ত্রম বোধ আছে, সাধ করিয়া তিনি কাহারও দয়ার পাত্ৰী হইবেন না । কাজেই তখন শুধু সরযুকে লইয়া চন্দ্রনাথ বাট ফিরিয়া আসিল । এখানে আসিয়া সরযু দেখিল, প্রকাও বাড়ি ; কত গৃহসজ্জা, কত আসবাৰ— তাহার আর বিস্ময়ের অবধি রহিল না। সে মনে মনে ভাবিল, কি অনুগ্রহ ! কত দয়া । চন্দ্রনাথ বালিকা বধূকে আদর করিয়া কহিল, বাড়ি-ঘর সব দেখলে ? মনে ধরেচে ত ? সরযু অত্যন্ত কুষ্ঠিত হইয়া অর্ণচলে মুখ লুকাইয়া মাখা নাডিল । চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই, প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিয়াছিল, তাই দুই হাঁতে সরযুর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল, কি বল, মনে ধরেছে ত ? লজ্জায় সরযুর মুখ আরক্ত হইয়া গেল, কিন্তু স্বামীর পুনঃ পুনঃ প্রশ্নে কোনরূপে সে বগিয়া ফেলিল, সব তোমার ? চজনাখ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল, স্থা, সব তোমার।