পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐद्भ९-जांझेि ड7-ज९djई তাহার স্বরে একটু কাতরতা ছিল, সরযু তাহা লক্ষ্য করিয়া কহিল, আমাকে পারে স্বান দিয়েই তুমি আরও পর হয়ে গেছ না হ’লে বোধ হয় এত দিনে মিল sعب হতে পারত। চন্দ্রনাথ হাশিল, কহিল, মিল হয়ে কাজ নেই। তোমার পবিবর্তে, কাকার সঙ্গে মিল ক'রে যে আমার মন্ত মুখ হ’ত, সে মনে হয় না। আমি বেশ আছি। যখন বিয়ে করেছিলুম, তখন যদি কাকার মত নিতে হ’ত, তা হ’লে এমন ত বোধ হয় না যে, তোমাকে কখনো পতুৰ্থ -একটা বাধা নিশ্চয় উঠত। হয় কুল নিয়ে, না হয় বংশ নিয়ে—যেমন ক’রেই হোকৃ, এ বিয়ে ভেঙে যেত। ভিতরে ভিতরে সরযু শিহরিয়া উঠিল । তখন সঞ্চার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করিয়াছিল, তাই তাহার মুখখানি দেখিতে পাওয়া গেল না, কিন্তু যে হাতখানি তাহার হাতের মধ্যে ধরা ছিল, সেই হাতখানি কঁাপিয়া উঠিয়া সরযুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল। চন্দ্রনাথ হাসিয়া বলিল, এখন বুঝতে পেরেচ, মত না নিয়ে ভাল করেচি কি মন্দ করেচি ? সরযু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কি জানি। আমার মত শত সহস্ৰ দাসীরও ত তোমার অভাব হ’ত না। চন্দ্রনাথ সরযুর কোমল হাতখানি সস্নেহে ঈষৎ পীড়ন করিয়া বলিল, তা জানিনে। আমার দাসী একটি, তার অভাবের কথাই ভাবতে পারি। শত সহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেবো । পরদিন হরিবালা আসিলেন ; কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র। ফস করিয়া গলা ধরিয়া সই-সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না, কিংবা বিস্তি খেলিবার জন্ত তাস জানিতেও পুনঃ পুনঃ সাধাদাধি পীড়াপীড়ি করিলেন না। মলিন মুখে মৌন হইয়। রছিলেন । সরযু ঘলিল, সইয়ের কাল দেখা পাইনি। স্থ্যা দিদি-কাল বড় কাজ ছিল। ও-বাড়িতে নিৰ্ম্মলার বিয়ে। তা শুনেছি। সব ঠিক হ’ল কি ? হরিবালা সে কথার উত্তর না দিয়া সরযুর মুখের পানে চাহিয়া বলিলেন, সই, একটা কথা—সত্যি বলবি ? কি কথা ? : !, যদি সত্যি বলিস, তা হলেই জিজ্ঞাসা করি—ন হ’লে জিজ্ঞাসা করে কোন লাভ cन३ { - সরযুচিন্তিত হইল। বলিল, সত্যি বলব না কেন ? ♥¢ቖ