পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ কিন্তু স্বলোচনা কোথায় ? আজ তিন দিন ধরিয়া হরিদয়াল আহার, নিদ্র, পুজ - পাঠ, যাত্রীর অনুসন্ধান, সব বন্ধ রাখিয়া তন্ন-তন্ন করিয়া সমস্ত কাশী খুজিয়াও. যখন তাহাকে বাহির করিতে পারিলেন না, তখন ঘরে ফিরিয়া আসিয়া শিরে করাঘাত করিয়া বলিলেন, বিশ্বেশ্বর ! এ কি দুৰ্দৈব ? অনাথাকে দয়া করিতে গিয়া শেষে কি পাপ সঞ্চয় করিলাম ! গলির শেষে কৈলাসধুড়োর বাট । হরিদয়াল সেখানে আসিয়া দেখিলেন, কেহ নাই। ডাকিলেন, খুড়ো, বাড়ি আছ ? কেহ সাড়া দিল না দেখিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন, দেখিলেন, কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্টচিত্তে সতরঞ্চ সাজাইয়া একা বসিয়া আছেন। বলিলেন, খুড়ো, একাই দাবা খেলচ ? খুড়ো চাহিয়া দেখিয়া বলিলেন, এস বাবাজী, এই চালটা বঁাচাও দেখি । হরিদয়াল বিরক্ত হইয়া মনে মনে গালি পাড়িয়া কহিলেন, নিজের জাত বঁাচে না, ও বলে কি না দাবার চাল বঁাচাও ? কৈলাসের কানে কথাগুলা অৰ্দ্ধেক প্রবেশ করিল, অৰ্দ্ধেক করিল না । জিজ্ঞাসা করিলেন, কি বল বাবাজী ? বলি, সে দিনের ব্যাপারটা সব শুনেছিলে ? কি ব্যাপার ? - সেই যে আমাদের বাড়ির ভিতরের সেদিনকার গোলযোগ ! কৈলাস কহিলেন, না বাবাজী, ভাল শুনতে পাইনি। গোলযোগ বোধ করি খুব আস্তে আস্তে হয়েছিল ; কিন্তু সেদিন তোমার দাবাট। আচ্ছা চেপেছিলাম ! হরিদয়াল মনে মনে তাহার মুণ্ডুপাত করিয়া কহিলেন, তা ত চেপেছিলে, কিন্তু কথাগুলো কি কিছুই শোননি ? কৈলাস ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, না কিছুই প্রায় শুনতে পাইনি। অত জান্তে আস্তে গোলমাল করলে কি ক’রে শুনি বল ? কিন্তু সেদিনকার খেলাটা কি রকম জয়েছিল, মনে আছে ? श्रौषॆ। তুমি কোনমতেই বাচাতে পারতে না-আচ্ছা, এই ত ছিল, কৈ বাচাও দেখি কেমন হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন, মন্ত্রী চুলোয় যাক। জিজ্ঞেস করি, সেদিনকার কথাবার্তা কিছু শোননি ? ק4פו