পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ ক্রর দৃষ্টক্ষেপ করিয়া বলিয়া উঠিল, fছ fছ সরযু, তুমি এই ! তোমরা এই ! সমস্ত জেনে শুনে তুমি আমার এই সৰ্ব্বনাশ করলে ? এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনে, কি মহাপাপিষ্ঠ তুমি । সরযুর চোখ দিয়া টপ টপ করিয়া ঝরিয়া জল পড়িতে লাগিল, সে নি:শব্দে নতমুখে দাড়াইয়া রহিল । চন্দ্রনাথ তাহা দেখিতে পাইল না। অধিকতর কঠোর হইয়া বলিল, এখন উপায় ? সরযু চোখের জল মুছিয়া আস্তে আস্তে বলিল, তুমি ব'লে দাও। বে কাছে এস । সর কাছে আসিলে চন্দ্রনাথ দৃঢ়মুষ্টিতে তাহার হাত ধরিয়া বলিল, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার যে সাহস হয় না—তোমাকে বিশ্বাস হয় না – আমি সব বিশ্বাস হারিয়েচি । মুহূর্বের মধ্যে সরযুর বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছটিয়া আসিল, অশ্রমলিন চোখ দু'টি মুহূর্তের জন্ত চকু চকু করিয়া উঠিল, বলিল, আমাকে বিশ্বাস নেই ? কিছু না—কিছু না, তুমি সব পার। সরযু স্বামীর মুখের কছে মুখ আনিয়া অবিচলিতকণ্ঠে কহিল, তুমি যে আমার কি, তা তুমিও জান। একদিন তুমি আমাকে বলেছিলে, তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার মুখের পানে একবার চেয়ে দেখ। আজ আমি উপায় ব’লে দেব, বল, শুনবে ? শুল্ব। দাও ব’লে কি উপায় । সরযু বলিল, আমি বিব খেলে উপায় হয় কি ? চন্দ্রনাথের মুষ্টি আরও দৃঢ় হইল, যেন পলাইয়া না যাইতে পারে। কহিল, হয়। সরযু হয়। বিষ খেতে পারবে ? পাব । খুব সাবধানে, খুব গোপনে । তাই হবে। ज्रांछरें । সরযু কহিল, আচ্ছ, আজই। চন্দ্রনাথ চলিয়া যায় দেখিয়া সে স্বামীর পদদ্বয় জড়াইয়া ধরিয়া বলিল, একটা আশীৰ্ব্বাদও কবুলে না ? চন্দ্রনাথ উপর দিকে চাহিয়া বলিল, এখন নয়। যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীৰ্ব্বাদ করব। সৱযু পা ছাড়িয়া দিয়া বলিল, তাই করে। Yoማለእ