পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সরযু বলিল, খোক, খেলা কর গে। বিশু শয্যা হইতে নামিয়া পড়িতেছিল, চন্দ্রনাথ সযত্বে তাহাকে নামাইয়া দিল । ইতিপূৰ্ব্বে সে জননীকে প্রশাম করিতে দেখিয়াছিল, তাই নামিয়াই পিতার চরণপ্রান্তে টিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল। চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেল, কিন্তু সে ততক্ষণে স্পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল। সরযু তাহার বুকের কাছে হাত দিয়া কহিল, শরীরে যে তোমার কিছু নেই, অশ্বখ হয়েছিল ? না, অমুখ হয়নি। তবে বড় বেশী ভাবতে বুঝি ? চন্দ্রনাথ তাহার মুখপানে চাহিয়া বলিল, তোমার কি মনে হয় ? সরযু সে কথার উত্তর দিল না, অন্ত কথা পাড়িল—বেলা হয়েচে, স্নান করবে চল । চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, বাড়ির কর্তা কোথায় ? তিনি মাজ মন্দিরে পুজো করতে গেছেন, বোধ করি, সন্ধ্যার পর আসবেন। তুমি তাকে কি বলে ডাক ? বরাবর জ্যাঠামশায় ব’লে ডাকি, এখনও তাই বলি । চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করিল না। সরঘু জিজ্ঞাসা করিল, সঙ্গে কারা এসেছে ? হরি আর মধু এসেছে। তার ডাক-বাংলোয় আছে। এখানে আনতে বুঝি সাহস হ’ল না ? চন্দ্রনাথ এ কথার উত্তর দিল না। 豪 肇 毒 চন্দ্রনাথ আহারে বসিয়া স্বমুখে এক থালা লুচি দেখিয়া বিস্মিত হইল। অপ্রসন্নভাবে ঠেলিয়া দিয়া বলিল, এ আবার কি ? কুটুম্বিতে করচে, না তামাসা করচো ? * সরযু অপ্রতিত হইয়া পড়িল। মলিন-মুখে বুলিল, খাবে না ? চন্দ্রনাথ ক্ষণকাল সরযুর মুখপানে চাহিয়া ৰলিল, দুপুরবেলা আমি কি লুচি খাই ? সরস্তু মনে মনে বিপদগ্ৰস্ত হইয়া মৌন হইয়া রহিল। চন্দ্রনাথ কহিল আজ যে তুমি আমাকে প্রথম খেতে দিলে তা নয় ; আমি কি খাই, তাও বোধ করি ভুলে যাওনি ? সৱযুর চোখে জল আসিতেছিল, ভাবিতেছিল, সেই দিন যে কুরাইয়া গিয়াছে —কহিল, ভাত খাবে ? কিন্তু— $ . . . లిalూ