পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वि१* श्रृंब्रिहृष्कृन्न সে রাত্রে এক-পা এক-পা করিয়া বৃদ্ধ কৈলাসচন্দ্র বাটী ফিরিয়া আসিলেন। বাধান তুলসী-বেণীর উপর তখনও দীপটি জলিতেছিল, তথাপি এ কি ভীষণ অন্ধকার । এইমাত্র সবাই ছিল, এখন আর কেহ নাই। শুধু মাটির প্রীপটি সেই অবধি জলিতেছে ; তাহারও আয়ু ফুরাইয়া আসিয়াছে, এইবার নিবিয়া যাইবে। সরযু এটি স্বহস্তে জালিয়া দিয়া গিয়াছিল। শয্যায় আসিয়া তিনি শয়ন করিলেন। অবসন্ন চক্ষু দু’টি তন্দ্রায় জড়াইয়া আপিল । কিন্তু কানের কাছে সেই অবধি যেন কে মাঝে মাঝে ডাকিয়া উঠিতেছে, দাছ! স্বপ্ন দেখিলেন, রাজা ভরত র্তাহার বুকের মাঝখানটিতে মৃত্যুশয্যা পাতিয়া ক্ষীণ ওষ্ঠ কাপাইয়া বলিতেছে,—ফিরে আয়ু ! ফিরে আয় ! ফিরে আয় ! সকালবেলায় শয্যায় উঠিয়া বসিলেন, বাহিরে আসিয়া অভ্যাস-বশতঃ ডাকিলেন, বিশু ! তাহার পর মনে পড়িল, বিশু নাই, তাহারা চলিয়া গিয়াছে। দাবার পুটুলি হাতে লইয়া শম্ভু মিশিরের বাট চলিলেন। ডাকিয়া বলিলেন, মিশিরজী, দাদাভাই আমার চলে গেছে । দাদাভাইকে সবাই ভালবাসিত। মিশিরজীও দুঃখিত হইল। দাবার বল সাজান হইলে মিশিরঙ্গী কহিল, বাবুজী, তোমার উজীর কি হ’ল ? কৈলাসচন্দ্র দীর্ঘনিশ্বাস ফেলিলেন, তাই ত, মিশিরজী, সেটা নিয়ে গেছে। লাল উজীরটা সে বড় ভালবাসত। ছেলেমানুষ কিছুতেই ছাড়লে না। তিনি যে স্বেচ্ছায় তাহার প্রাণ অপেক্ষ প্রিয় দাবা জোড়াটি অঙ্গহীন করিয়াছিলেন, সে কথা বলিতে লজ্জা করিল। মিশিরজী কহিল, তবে অস্ক জোড়া পাতি ? পাত । খেলায় কৈলাসচন্দ্রের হার হইল। শম্ভু মিশির তাহার সহিত চিরকাল খেলিতেছে, কখনও হারাইতে পারে নাই। হারিবার কারণ সে সহজেই বুঝিল । বলিল, বাবুজী, খোকাবাবু তোমার বিলকুল ইলিম সাথে লে গিয়া বাবুজী ! বাবুজীর মুখে শুষ্ক-হাসির রেখা দেখা দিল। বলিলেন, এস, আর এক বাজি দেখা झोंक । दु६ अझ । .খলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়া ভুলিয়া বলিলেন, বিণ্ড। ፀ• ግ