পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কছিলাম, সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে। ইন্দ্র অন্যমনস্ক ভাবে মাথা নাড়িয়া বলিল, ই তারাই । টাক। আমি নিজেই ত কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতে নিতে চায় না। তোকে একটিবার যেতে হবে শ্ৰীকান্ত, নইলে, এ টাকাও নেবে না ; মনে করবে, আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেচি ! যাবি শ্ৰীকান্ত ? তার বুঝি তোমার দিদি হয় ? ইন্দ্র একটু হাসিয়া কহিল, না, দিদি হয় না-দিদি বলি। যাবি ত ? আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া কহিল, দিনের বেলা গেলে সেখানে কোন ভয় নেই। আবার কাল রবিবার ; তুই খেয়েদেরে এইখানে দাড়িয়ে থাকিস্, আমি নিয়ে যাব ; তধ খুনি ফিরিয়ে জানব। যাবি ত ভাই ? বলিয়। যেমন করিয়৷ সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রহিল, তাহাতে আমার না’ বলিবার সাধ্য রহিল না। আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। কথা দিলাম সত্য, কিন্তু সে যে কতবড় দুঃসাহসের কথা, সে ত আমার চেয়ে কেউ বেশী জানে না । সমস্ত বিকালবেলাটা মন ভারী হইয়া রহিল, এবং রাত্রে ঘুমের ঘোরে প্রগাঢ় অশান্তির ভাব সৰ্ব্বাগ্রে বিচরণ করিয়া ফিরিতে লাগিল । ভোরবেলা উঠিয়া সৰ্ব্বাগ্রে ইহাই মনে পড়িল আজ সেখানে যাইব বলিয়। প্রতিশ্রত হইয়াছি ; সেখানে মাইলে কোনমতেই আমার ভাল হইবে না। কোন স্বত্রে কেহ জানিতে পারিলে, ফিরিয়া আসিয়া যে শাস্তি ভোগ করিতে হইবে, মেজদার জন্যও ছোড়দা বোধ করি সে শাস্তি কামনা করিতে পারিত না । অবশেষে খাওয়া-দাওয়া শেষ হইলে টাকা পাঁচটি লুকাইয়ালইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম, তখন এমন কথাও অনেকবার মনে হইল -কাজ নাই গিয়া । নাই বা কথা রাখিলাম ; এমনই বা তাহাতে কি আসে যায় ! যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম, শর-ঝাড়ের নীচে সেই ছোট্ট নৌকাটির উপর ইন্দ্র উদ্‌গ্ৰীব হইয়া অপেক্ষা করিয়া আছে। চোখাচোখি হইবামাত্র সে এমন করিয়া হাসিয়া আহ্বান করিল যে, না-যাওয়ার কথা মুখে জানিতেও পারিলাম না। সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশবো নৌকাটিতে চড়িয়া বসিলাম। ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল । জাজ মনে ভাবি, জামার বহুজন্মের স্বকৃতির ফল যে, সেদিন ভয়ে পিছাইয়া জাসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া ষে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে । জামিই বা তাহার মত আর কোথায় দেখিতে পাইলাম । জীবনে এমন সব শুভ মুহূৰ্ত্ত אוסי