পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকান্ত পায় তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়। মাতাল হইয়া সন্ধ্যার প্রাক্কালে বাড়ি ফিরিয়া দিদির পুনঃপুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয়। খেলাইয়াও ছিল। কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার লেজ ধরিয়া হাড়িতে পুরিবার সময় মদের ঝোকে মুধের কাছে মুখ আনিয়া চুমকুড়ি দিয়া আদর করিতে গেলে, সেও আম্বর করিয়া শাহ জীর গলার উপর তীব্র চুম্বন দিয়াছে। দিদি র্তাহার মলিন অঞ্চল-প্রাস্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, শ্ৰীকান্ত, তখনই কিন্তু তার চৈতন্য হ’ল যে সময় আর বেণী নেই । বললেন, আয় দুজনে একসঙ্গেই যাই, ব’লে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে দুই হাত দিয়ে তাকে টেনে টেনে ঐ অতবড় ক’রে ফেলে দিলেন । তার পরে দুজনেরই খেলা সাঙ্গ হ’ল। বলিয়; তিনি হাত দিয়া অভ্যস্ত সপ্তপণে শাহ জীর মূধাবরণ উন্মোচন করিয়া গভীর স্নেহে তাহার সুনীল ওষ্ঠধরে ওষ্ঠ স্পর্শ করিয়া বলিলেন, যাক, ভালই হ’ল ইন্দ্রনাথ ! ভগবানকে আমি এতটুকু দোষ দিইনে । আমার উভয়েই নিৰ্ব্বাক হইয়া দাড়াইয়া রহিলাম। সে কণ্ঠস্বরে যে কি মৰ্ম্মাস্তিক বেদনা, কি প্রার্থন, কি সুনিবিড় অভিমান প্রকাশ পাইল, তাহ ষে শুনিয়াছে, তাহার সাধ্য নাই ষে জীবনে বিশ্বত হয়। কিন্তু কিসের জন্য এই अउिभांन ? ७थंॉर्थनांझे व कांशंब्र अछ ? একটুধানি স্থির থাকিয়া বলিলেন, তোমরা ছেলেমানুষ, কিন্তু তোমরা ছুটি ছাড়া ত আমার আর কেউ নেই ভাই, তাই এই ভিক্ষে করি, এর একটু তোমরা উপায় ক’রে দিয়ে যাও। আঙ্গুল দিয়া কুটীরের দক্ষিণ দিকের জঙ্গলট নির্দেশ করিয়া বলিলেন, ওইখানে একটু জায়গা আছে, ইন্দ্রনাথ, আমি অনেকদিন ভেবেচি, যদি আমার মরণ হয়, ওইখানেই যেন গুয়ে থাকতে পাই ! সকাল হ’লে সেই জায়গাটুকুতে একে শুইয়ে রেখে ভাই, অনেক কষ্টই এ-জীবনে ভোগ ক’রে গেছেন—তবু একটু শান্তি পাবেন। ইন্দ্র প্রশ্ন করিল, শাহঙ্গীকে কি কবর দিতে হৰে ? দিদি বলিলেন, মুসলমান যখন, তখন দিতে হবে ৰৈ কি ভাই ! ইন্দ্র পুনরায় প্রশ্ন করিল, দিদি, তুমিও কি মুসলমান ? দিদি বলিলেন, ই, মুসলমান বৈ-কি। উত্তর গুনিয়া ইন্দ্র কেমন যেন সঙ্কুচিত কুষ্ঠিত হইয়া পড়িল । বেশ দেখিতে পাইলাম এ জবাব সে আশা করে নাই। দিদিকে লে বাস্তবিকই ভালবালিয়াছিল । তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাধিয়াছিল, उांशांब्र शिशि डांशtशवहे ७कछन । त्रांयांद्र किरू विवांग श्ल बां । छैiरांब्र ●