পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জানি । কিন্তু এই নিরেটের দরবারে বীণা-বাজানো বাস্তবিকই এতক্ষণ তাহার একটা সুকঠিন কাজ হুইতেছিল। এইবার একজন সমঝদার পাইয়া সে যেন বাচিয়া গেল । তার পরে গভীর রাত্রি পর্যন্ত সে যেন শুধুমাত্র আমার জন্যই, তাহার সমস্ত শিক্ষা, সমস্ত সৌন্দৰ্য্য ও কষ্ঠের সমস্ত মাধুর্ঘ্য দিয়া আমার চারিদিকের এই সমস্ত কর্ধ্যে মজোন্মত্তত ডুবাইয়া অবশেষে স্তব্ধ হইয়া আসিল । বাইজী পাটনার লোক—নাম পিয়ারী । সে রাত্রে আমাকে সে যেমন করিয়া সমস্ত প্রাণ দিয়া গান শুনাইয়াছিল, বোধ করি এমন আর সে কখনও শুনায় নাই । মুগ্ধ হইয়া গিয়াছিলাম। গান থামিলে আমার মুখ দিয়া শুধু বাহির হইল—বেশ ! পিয়ারী মুখ নীচু করিয়া হাগিল। তারপর দুই হাত কপালে ঠেকাইয়া প্ৰণাম করিল-সেলাম করিল না। মজলিস রাত্রির মত শেষ হইয়াছিল। তখন দলের মধ্যে কেহ সুপ্ত, কেহ তন্দ্রাভিভূত—অধিকাংশই অচৈতন্য। নিজের র্তাবৃতে যাইবার জন্য বাইজী যখন তাহার দলবল লইয়া বাহির হইতেছিল, আমি তখন আনন্দের আতিশষ্যে হিন্দী করিয়া বলিয়া ফেলিলাম, বাইজী, আমার বড় সৌভাগ্য যে তোমার গান দ্ব-সপ্তাহ ধ’রে প্রত্যহ শুনতে পাব । বাইজী প্রথমটা থমকিয়া দাড়াইল । পরক্ষণেই একটুখানি কাছে সরিয়া আসিয়া অত্যন্ত মূছকণ্ঠে পরিষ্কার বাঙ্গল করিয়া কহিল, টাকা নিয়েছি, আমাকে ত গাইতেই হবে, কিন্তু আপনি এই পনর-বোল দিন ধ’রে এর মোসাহেবি করবেন ? যান, কালকেই বাড়ি চলে যান । কথা শুনিয়া আমি হতবুদ্ধি, কাঠ হইয়া গেলাম এবং কি জবাব দিব, তাহা ভাবিয়া ঠিক করিবার পূর্বেই বাইজী বাহির হইয়া গেল। সকালে সোরগোল করিয়া কুমারঙ্গী শিকারে বাহির হইলেন । মদ্য-মাংসের আয়োজনটাই সবচেয়ে বেশী । সঙ্গে জল-শেক শিকারী অনুচর। বন্ধুক পনরটা, তার মধ্যে ছয়ট রাইফেল । স্থান—একটা আধগুকুনা নদীর উভয় তীর 1 এপারে গ্রাম, ওপারে বালুর চর। এপারে ক্রোশ ব্যাপিয়া বড় শিমুলগাছ, ওপারে বালুর উপর স্থানে স্থানে কাশ ও কুশের ঝোপ । এইখানে এই পনরটা বন্ধুক লইয়া শিকার করিতে হইবে। শিমূল গাছে-গাছে ঘুৰু গোটা-কয়েক দেখিলাম, মরা নদীর বাকের কাছটার দুটো চকাচকি डांजिट्टङद्वइ बलिब्रांझे यरन छ्हेज ! f কে কোমৃ দিকে যাইবেন, অত্যন্ত উৎসাহের সহিত পরামর্শ করিতে করিতেই भवाहे छू-७क गांज प्लेनिबो जहेब cश् ७ यन बैौरद्रब्र मउ कब्रिह्मा जहेtणन । जांषि ववृक ब्रांषिबा रिणाय ।। ७tक बांश्औब्र (थेis षाहेब ब्राजि इहेरउहे भन? बिकण হইম্বাছিল, তাহাতে শিকারের ক্ষেত্র দেখিয়া সৰ্ব্বাঙ্গ জলিয়া গেল । o