পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস দ্বিজদাস কাছে আসিয়া আর একবার পায়ের ধূলা লইল, কহিল, ঐ কথাটা বলবেন না। আপনি দু-দলেরই বাইরে, অথচ তৃতীয় স্থানটা যে কি তাও আমি জানিনে । শুধু এইটুকু জেনে রেখেচি আমার দাদা আমাদের বিচারের বাইরে। বিপ্রদাস কথাটাকে চাপা দিল। জিজ্ঞাসা করিল, আমার অমুখের কথা মা শোনেননি ত? * না । সে বরঞ্চ ছিল ভালো, পুকুর-প্রতিষ্ঠার হাঙ্গামা বন্ধ হতো। আত্মীয়দের আনবার ব্যবস্থা হয়েচে ? হচ্চে। ভূত ভবিষ্ণুং বৰ্ত্তমান—সকলকেই। সকন্যা অক্ষয়বাবুর আমন্ত্রণ-লিপি গেছে, মায়ের বিশ্বাস বৃহৎ ব্যাপারে মৈত্রেীর অগ্নিপরীক্ষা হয়ে যাবে। আমার ওপর ভার পড়েচে তাদের নিয়ে যাবার। মা আর কাউকে নিয়ে যাবার কথা বলে দেননি ? ই, অমুদিকেও নিয়ে যেতে হবে। কলেজের ছেলেরা যদি কেউ যেতে চায় তারাও ! তোর বউদিদির কোন ফরমাস নেই ? না | নীচে আবার মোটরের শব্দ পাওয়া গেল । হর্মের চনা আওয়াজ কানে আদিতেই বন্দন জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিল, মাস্টীমার গাড়ি। আমি দেখি গে মুখুয্যেমশাই। আপনি সন্ধ্যে-আহ্নিক সেরে নিন-দেরি হয়ে যাচ্চে। বলিয়া বাহির হইয়া গেল । আমিও যাই মুখ-হাত ধুইগে। ঘণ্টাখানেক পরে আসবে, বলিয়া দ্বিজদাসও চলিয়া গেল। বিপ্রদাসের পূজা-আহ্নিক সমাপ্ত হইল, আজ খাবার ফল-মূল দিয়া গেল অন্নদা । মাসীর বাড়ি হইতে যে মেয়েটি নিতে আসিয়াছে বন্দনা ব্যস্ত আছে তাহাকে লইয়া । এ খবর সে-ই দিল । দ্বিজদাস যথাসময়ে ফিরিয়া আসিল । হাতে তাহার বিরাট ফৰ্দ্দ, কলিকাতার অদ্ধে ক জিনিস কিনিয়া গাড়ি বোঝাই করিয়া চালান দিতে হইবে । দুই ভাইয়ে এই লইয়া যখন ভয়ানক ব্যস্ত তখন দরজার বাহির হইতে প্রার্থনা আসিল, মুখুয্যেমশাই, আসতে পারি কি ? পায়ে কিন্তু আমার জুতো রয়েচে । জুতো ! তা হোক, এসো। বন্দনা ঘরে আসিয়া প্রবেশ করিল। যে-বেশে বলরামপুরে তাকে প্রথম দেখা গিয়েছিল এ সেই বেশ । বিপ্রদাস অত্যস্ত বিশ্বয়ে জিজ্ঞাসা করিল, কোথাও যাচ্চো নাকি বন্দন ? ই, মাসীমার বাড়িতে । S} >